কোন পরীক্ষা ছাড়াই এই কোম্পানিতে পেয়ে যান দারুণ বেতনে কাজের সুযোগ,ছেলে-মেয়ে নির্বিশেষে সবাই করতে পারবেন আবেদন

নিজস্ব প্রতিবেদন: চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর! বিগত কিছু সময় ধরে যারা কাজের খোঁজে রয়েছেন তারা অবশ্যই আমাদের আজকের এই প্রতিবেদনটা মনোযোগ সহকারে করবেন। কোন রকমের পরীক্ষা ছাড়াই আজ আমরা পশ্চিমবঙ্গের মধ্যে একটা দারুণ বেতনে কাজের সুযোগ নিয়ে এসেছি। নারী পুরুষ নির্বিশেষে সকলেই এখানে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন এবং কেমন বেতন রয়েছে থেকে শুরু করে সবকিছুই প্রতিবেদনের পরবর্তী অংশে আমরা বিস্তারিত আলোচনা করে দেব। তাই অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে নিন।

ANMOL COMPANY JOB RECRUITMENT 2023:

মোট শূন্যপদের সংখ্যা:

এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে ১১৫,যেখানে নারী পুরুষ নির্বিশেষে সকলেই আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা:

১) বিভিন্ন পদের উপর ভিত্তি করে এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাস এবং উচ্চমাধ্যমিক পাস প্রার্থীদের কথা বলা হয়েছে।

২) ছেলেদের ক্ষেত্রে এই কাজের জন্য আবেদন করতে হলে বয়স সীমা থাকতে হবে ১৮ থেকে ৪৫ বছর এবং মেয়েদের ক্ষেত্রে ১৮ থেকে ৩৫ বছর।

কাজের সময় এবং বেতন:

এখানে কাজের সময় থাকছে মোটামুটি নয় ঘন্টা এবং বেতন থাকছে ১৪,৭০০ টাকা-১৮,৪০০ টাকা। এছাড়াও এখানে পিএফ, ইএসআই আর বোনাসের সুবিধা আপনারা পেয়ে যাবেন।

কাজের ভূমিকা:

1. Biscuit packaging
2. Data Entry (10th pass+ basic computer knowledge)
3. Levelling
4. Scanning
5. Store incharge
6. Barcode scanning
7. Loading and unloading
8.others

কাজের লোকেশান:

এখানে আপনাদের কাজের লোকেশন থাকছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, নদিয়া, দুর্গাপুর, সহ বেশ কিছু জায়গা।

যদি আপনারা এই কাজের জন্য আবেদন করতে চান সরাসরি কোম্পানির ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করে বাকি কথা সেরে ফেলুন। সেখানে আরো সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন।

Leave a Comment