







নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু নিজেদের কাজের চাহিদা রয়েছে। কারণ লকডাউন পরবর্তী সময়ে যেভাবে বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাতে সাধারণ মানুষের পক্ষে আর নিজেদের জীবনের পথে এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমাদের পোর্টালের বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে আমরা নানান ধরনের কাজের আপডেট সম্পর্কে আপনাদের তথ্য দিয়ে থাকি।
শুরুতেই জানিয়ে রাখি প্রতিবেদনটি একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে ফেলুন। সেটা না করলে কিন্তু আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করা যাবেন। আজ আবারো নিয়ে চলে এসেছি একটি দুর্দান্ত কাজের সুযোগ। সম্প্রতি adidas shoes company এর তরফ থেকে শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। কিভাবে আবেদন করতে হবে? কি কি লাগবে সবকিছুই জানবেন এই প্রতিবেদনে।




মোট শূন্য পদের সংখ্যা এবং কাজের লোকেশন:
ছেলে মেয়ে নির্বিশেষে এখানে মোট ১২০টা পদে কর্মী নিয়োগ করা হবে। যে সমস্ত লোকেশনে নিয়োগ হবে তার মধ্যে রয়েছে ধূলাগড়, খিদিরপুর, নিউ টাউন, নিউ আলিপুর, তারাতলা, বালিগঞ্জ এবং দুর্গাপুর।
বয়স সীমা:
ছেলেদের জন্য এই কাজের বয়স সীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৪০ বছর; মেয়েদের ক্ষেত্রে এই বয়স সীমা দাঁড়াবে ১৮ থেকে ৩৫ বছর।




কাজের সময় এবং বেতন;
আপনাকে কমবেশি ৯ থেকে ১১ ঘণ্টা পর্যন্ত ডিউটি করতে হবে এবং আপনার বেতন থাকবে ১১৮০০ টাকা। অন্যান্য কিছু মাধ্যম যোগ হয়ে বেতন কিন্তু আরও বাড়তে পারে।
শিক্ষাগত যোগ্যতা:
মাধ্যমিক পাশ থেকে শুরু করে MBA/graduation করা পর্যন্ত ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই কাজের ভূমিকা আপনাদের আলাদা হয়ে যাবে।Tally+GST করা থাকলে আরো ভালো হয়।




কিভাবে আবেদন করবেন?
এই কাজের জন্য আবেদন করার জন্য নিজেদের আধার কার্ড ভোটার কার্ড এবং দুই কপি ফটো নিয়ে আপনারা সরাসরি নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। এখানে কিন্তু স্পট জয়নিং এর সুবিধা রয়েছে।
Contact : 8584883347











