







নিজস্ব প্রতিবেদন: আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আবারও একটি জেনুইন জব আপডেট নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে রাখি এটা কিন্তু সম্পূর্ণরূপে প্রাইভেট জব অর্থাৎ এর সঙ্গে সরকারি কোনো রকমের সংযোগ নেই। আপনারা যারা কাজের জন্য আগ্রহী রয়েছেন নিশ্চিন্তে আমাদের এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে সমস্ত তথ্য সংগ্রহ করে নিতে পারেন এবং এই কাজটি করার জন্য এগিয়ে আসতে পারেন। আজ আমরা বলব SURF EXCEL COMPANY এর কর্মচারী নিয়োগ সম্পর্কিত বিজ্ঞপ্তির কথা।
SURF EXCEL COMPANY JOB VACANCY:
কারা আবেদন করতে পারবেন?
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী নারী পুরুষ নির্বিশেষে সকলেই যে কোন যোগ্যতায় এখানে আবেদন করতে পারবেন। আলাদা করে কোন নির্দিষ্ট বয়সসীমা উল্লেখ করে দেওয়া হয়নি।।




কি কি পদ থাকছে?
এখানে আপনাকে প্রোডাক্ট প্যাকিং এবং ডেলিভারির কাজে অংশগ্রহণ করতে হবে।




কাজের সময় এবং বেতন?
কাজের সময় থাকছে নয় ঘন্টা এবং বেতন থাকছে ১১ হাজার ৪০০ টাকা। সঙ্গে আপনারা পিএফ এবং ইএসআইয়ের সুবিধা এখানে পেয়ে যাবেন। প্রয়োজন অনুযায়ী বোনাস এবং ওভারটাইম প্রদান করা হবে
আবেদন পদ্ধতি?
এই কাজের জন্য যারা আবেদন করতে চান একেবারেই সময় নষ্ট করবেন না। দ্রুত আমাদের প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটি দেখে নিন এবং আবেদন পদ্ধতি ভালোভাবে বুঝে ফেলুন।
HR CONTACT : 9830075934











