মাত্র ৪০ পয়সা থেকে শুরু করে পেয়ে যান মেয়েদের ক্লিপ থেকে হেয়ার ব্যান্ড! এখান থেকে কিনে ব্যবসা শুরু করলে লাভ হবে প্রচুর

নিজস্ব প্রতিবেদন: সাধারণ মানুষের কাছে ব্যবসা হল একটা ভীষণ উল্লেখযোগ্য মাধ্যম জীবিকা নির্বাহের ক্ষেত্রে। ব্যবসা ছাড়া কখনোই কিন্তু নিজেদের জীবনে এগিয়ে যাওয়া বা একটা নির্দিষ্ট ক্ষেত্র প্রস্তুত করে সফলতা অর্জন করা সম্ভব নয়। বিশেষ করে এখন যখন দেশের বাজারে চাকরির অবস্থা খুব একটা ভালো নেই। সেই পর্যায়ে দাঁড়িয়ে ব্যবসাই হয়ে উঠেছে মানুষের কাছে প্রধান হাতিয়ার। তবে অবশ্যই আপনাকে খুব সাবধানতার সাথে ব্যবসা বেছে নিতে হবে। ঠিক কি ধরনের ব্যবসা শুরু করলে আপনি লাভবান হবেন এটাই এখন মূলত ভাবনার বিষয়। চলুন সময় নষ্ট না করে একটু বিশদে জেনে নেওয়া যাক।

কোন ধরনের ব্যবসার থেকে লাভবান হবেন?

আজ আমরা যে ব্যবসাটি সম্পর্কে আপনাদের বলব সেটা হলো মেয়েদের ক্লিপ এর ব্যবসা। শুধুমাত্র ক্লিক নয় আপনারা কিন্তু বিভিন্ন হেয়ার এক্সেসরিজ রাখতে পারেন। প্রত্যেকটা জিনিসই বেশ ভালো মূল্যে আপনারা লোকাল মার্কেটে বিক্রি করতে পারবেন।

অনেকেই বিভিন্ন ধরনের জিনিস নিয়ে কসমেটিকসের ব্যবসা শুরু করে থাকেন। তবে তাতে কিন্তু খরচা অনেকটাই বেশি। যদি আপনাদের কাছে খুব বেশি মূলধন না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র ক্লিপ সংগ্রহ করে আপনারা দু টাকায় এই ব্যবসা শুরু করতে পারেন। আজ আমরা যে ম্যানুফ্যাকচারিং ইউনিটের ঠিকানা শেয়ার করে দেবো প্রতি পিস স্লিপ এর দাম পড়বে ২ টাকা ৫০ পয়সা।

এখান থেকে ক্লিপগুলো নিয়ে আপনারা খুব সহজেই বাজারে কিন্তু প্রায় ১০ থেকে ১৫ টাকা অথবা তারও বেশি দামে বিক্রি করতে পারবেন। সুতরাং অর্থ উপার্জন যে কোন দিকে হবে আপনাকে আর সে নিয়ে চিন্তা করতে হবে না। আপনার ব্যবসার পরিধি একবার বেড়ে গেলে পরবর্তীতে কিন্তু আরো কিছু বেশি ইনভেস্টমেন্ট করে এটাকে আপনারা নিজেদের ইচ্ছেমত বড় করে তুলতে পারেন। এবার আসুন কোথা থেকে পণ্য কিনবেন সেই প্রসঙ্গে জেনে নেওয়া যাক।

37,biplabi rash bihari road, Canning street kolkata.
Borbazar pin 700001,near Devi Prasad market , landmark.
Near canning street Church
Contact : 9088920844

Leave a Comment