







নিজস্ব প্রতিবেদন : ব্যবসা অনেক ধরনের হয়ে থাকে তবে যে ব্যবসায় বিনিয়োগ কম এবং উপার্জন বেশি সেটাই হলো মধ্যবিত্ত সাধারণ মানুষের পক্ষে উপযুক্ত। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেরকমই একটি ব্যবসার কথা আপনাদের সাথে শেয়ার করে যা বাচ্চা থেকে বড় সকলের কাছেই কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে।
এই ব্যবসাটি হল নাইটি তৈরি ব্যবসা যা প্রত্যেক দিন বাড়িতে মহিলারা পরিধান করে থাকেন। বলা হয় নাইটির থেকে বেশি আরামদায়ক পোশাক আর কিছু হতে পারে না। তবে কিভাবে এই ব্যবসা শুরু করবেন এবং কোথায় কোথায় যাবেন সবকিছুই আমাদের আজকের এই প্রতিবেদনে আলোচনা করব। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক।




নাইটির ব্যবসা কিভাবে শুরু করবেন?
আমাদের বেঁচে থাকার এবং অর্থ উপার্জন করার মধ্যে অন্যতম মাধ্যম হলো ব্যবসা। লেডিস গার্মেন্টস নিয়ে যদি এই ব্যবসা হয়ে থাকে তাহলে তো আর কথাই নেই। আমাদের আজকের এই প্রতিবেদনে নাইটি এবং আনুষঙ্গিক বিভিন্ন জিনিস নিয়ে ব্যবসার কথা আপনাদের সাথে শেয়ার করে নেব। দৈনন্দিন ব্যবহার হিসেবে এই প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে বলা যায়। তবে অবশ্যই একেবারে সঠিকভাবে এই ব্যবসার কাজ আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে।




নাইটি এবং এর আনুষঙ্গিক জিনিস গুলোর ব্যবসা যদি আপনারা শুরু করতে চান সেক্ষেত্রে প্রথমেই পাইকারি মার্কেট থেকে আপনাদের পণ্য সংগ্রহ করে নিতে হবে। যতটা কম মূল্যে আপনারা পণ্য সংগ্রহ করতে পারবেন ততটাই কিন্তু বেশি লাভবান আপনারা হবেন। পাইকারি মার্কেট থেকে পণ্য কিনে নিয়ে আসার পর লোকাল মার্কেটে খুব সহজেই এগুলো প্রফিট মার্জিন রেখে আপনারা বিক্রি করতে পারেন।। যতটা কম থেকে আপনার প্রোডাক্ট শুরু হবে ততটাই কিন্তু ক্রেতারা বেশি আগ্রহী হবেন।
নাইটির ব্যবসা শুরু করার জন্য আপনারা আজকে আমাদের দেওয়া ঠিকানাতেও কিন্তু চলে যেতে পারেন। যেহেতু এটা একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট তাই অত্যন্ত সুলভ মূল্যে আপনারা পণ্য পেয়ে যাবেন। মাত্র ৮০ টাকা থেকে পিওর কটনের নাইটি আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। পাশাপাশি ১২০ টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের কালেকশন এখানে পাবেন। নাইটি ছাড়াও অন্যান্য বিভিন্ন আনুষঙ্গিক জিনিস যেমন কুর্তি ব্লাউজ অথবা পেটিকোট দিয়েও কিন্তু নিজেদের দোকান সাজিয়ে নিতে পারেন।




এক্ষেত্রে গ্রাহকদের কেনার ইচ্ছা আর চাহিদা দুটোই কিন্তু বেড়ে যাবে। তবে অবশ্যই আপনাদের পণ্যের গুণগত মানের উপর নজর দিতে হবে। এই ইউনিটে এত কালেকশন রয়েছে যে আর আলাদা আলাদা করে বোঝানো সম্ভব নয়। আপনারা চাইলে আমাদের প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটি দেখে নিতে পারেন।যারা প্রতিবেদনটি পড়ার পরে নাইটি এবং আনুষঙ্গিক পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে আগ্রহী রয়েছেন , তারা নিচের দেওয়া ঠিকানায় সহজেই যোগাযোগ করে নিতে পারেন। আশা করছি এই প্রতিবেদনটা আপনাদের অনেকটাই সহায়তা করবে।
Shop details :
Jyotsna saree centre.
Prop : Batakrishna Biswas.
Address: 14/13 Gorasthan Lane,Radha Krishna pally, Santipur, Nadia,741404,west bengal.
Contact – 8670666920/8637834936.











