মাত্র ৩০ টাকায় পেয়ে যান বেনারসি! এখান থেকে কিনে শুরু করুন ব্যবসা, লাভ হবে প্রচুর

নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেকটা মানুষের মনের মধ্যেই কিন্তু একটা নিজস্ব ব্যবসা শুরু করার সুপ্ত আকাঙ্ক্ষা রয়ে গিয়েছে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে মূলধনের পরিমাণের কারণে অনেকেই হয়তো ব্যবসা করার চিন্তা থেকে পিছিয়ে চলে আসেন। আসলে এই সমস্ত নতুন ব্যবসায়ীদের কাছে বেশিরভাগ ক্ষেত্রেই পণ্য সম্পর্কে কোন স্পষ্ট ধারণা থাকে না। সেই কারণেই কিন্তু তাদের খুবই বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়।। আজ আমরা আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে বলবো শাড়ির ব্যবসার কথা। খুবই সাধারণ একটা ব্যবসা হলেও যদি আপনারা সঠিকভাবে এটাকে শুরু করতে পারেন এবং নিজেদের দোকান সাজিয়ে তুলতে পারেন তাহলে অল্প সময়ের মধ্যে কিন্তু এটা আপনাকে লাখপতি করে তুলবে।

গ্রাম শহর নির্বিশেষে প্রত্যেকদিন দেশের প্রতিটা বাজারে কিন্তু প্রচুর পরিমাণে শাড়ি বিক্রি হয়ে থাকে। যেহেতু মহিলারা সব থেকে বেশি কেনাকাটা করতে ভালোবাসেন এবং দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে বিভিন্ন অকেশানেও রয়েছে শাড়ির চাহিদা তাই এই পণ্যের কখনোই বাজারের অভাব দেখা দেবে না। এটা কোন মরসুমী পণ্য নয় যে মুহূর্তেই শেষ হয়ে যাবে চাহিদা। বরং দিন প্রতিদিন কিন্তু ঘনবসতি বৃদ্ধির সাথে সাথে শাড়ির চাহিদাও বাড়বে অন্যান্য পোশাকের মত। সুতরাং সঠিকভাবে এই ব্যবসা শুরু করতে পারলে আপনার থেকে বড় লাভবান ব্যবসায়ী কিন্তু আর অন্য কেউ হতে পারবেন না কখনোই।

কিভাবে এই ব্যবসা শুরু করতে পারবেন?

শাড়ির ব্যবসা শুরু করার জন্য আপনাদের প্রথমেই পাইকারি মার্কেট থেকে শাড়ি কিনে লোকাল মার্কেটে সেটা বিক্রির ব্যবস্থা করতে হবে। যদি আপনাদের কাছে পুঁজি বেশি থাকে সেক্ষেত্রে সহজেই আপনারা কিন্তু যেকোনো দোকান আপনারা কিনে এই ব্যবসা শুরু করতে পারেন। তবে খেয়াল রাখবেন যে দোকানে আপনারা ব্যবসা করছেন সেটা যেন বেশ জনসমাগম পূর্ণ স্থানের মধ্যে হয়ে থাকে অর্থাৎ মানুষের নজরে আসে। ক্রেতাদের নজরে যদি আপনার দোকান না আসে সে ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ভালো ব্যবসা হবে না। যদি অনলাইন মার্কেটের মাধ্যমে বিক্রি করতে চান সেক্ষেত্রে বিভিন্ন অ্যাপ্লিকেশন অথবা সাইট গুলোতে আপনারা নিজেদের শাড়ির প্রচার করতে পারেন। ফেসবুক বা ইনস্টাগ্রাম এর মতো প্ল্যাটফর্ম গুলোর সাহায্যে বিক্রি করতে চাইলে পোস্ট অথবা লাইক করে শাড়ি দেখাতে পারেন। আজকাল অনেক গৃহিনী থেকে শুরু করে বেকার যুবক-যুবতীরা এইভাবে ব্যবসা করে থাকেন।

মূলধন এবং লাইসেন্স সহ অন্যান্য বিষয়:

এই ব্যবসা শুরু করার জন্য কিন্তু খুব বেশি মূলধনের প্রয়োজন নেই। আপনারা যেরকম ব্যবসা বা দোকান সাজিয়ে তুলতে চান ঠিক তেমন ভাবেই আপনাকে মূলধন হাতে রেখে কাজ চালাতে হবে। পাশাপাশি এই ব্যবসা শুরু করার জন্য আপনাদের আলাদা করে কোন লাইসেন্স প্রয়োজন হবে না।

কি ধরনের পণ্য রাখবেন?

দোকানকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে আপনারা কিন্তু শাড়ির পাশাপাশি বিভিন্ন আনুষঙ্গিক উপকরণ যেমন ব্লাউজ, পেটিকোট ,নাইটি প্রভৃতি রাখতে পারেন। এই ধরনের দোকানে কিন্তু ক্রেতারা খুব সহজেই আকৃষ্ট হয়ে ওঠেন।ট্র্যাডিশনাল বিভিন্ন শাড়ির সাথে হাল ফ্যাশনের কিছু লেটেস্ট ডিজাইনের কালেকশনও আপনাদের রাখতে হবে যাতে সকল বয়সের মহিলারাই আপনার দোকানে এসে শাড়ি কিনতে পারেন। একটু কম বয়সের মহিলা রয়েছেন তারা খুব একটা ভারী শাড়ি পছন্দ করেন না। অবশ্যই হাল ফ্যাশনের কিছু ট্রেন্ডলি কালেকশন তাই আপনাদের দোকানে সংগ্রহ করে রাখতে হবে। গুণগত মানের উপর অবশ্যই নজর দেবেন।

পন্যের কেমন দাম পড়বে?

আজকে আমরা আপনাদের সাথে এমন একটি দোকানের ঠিকানা শেয়ার করে দেবো যেখানে একটি অফারের জন্য ৩০ টাকাতে বেনারসি শাড়ি পেয়ে যাবেন। শুধুমাত্র তাই নয় ৫৫ টাকার মধ্যে ল্যাপটপ শাড়ি,৬৫ টাকার মধ্যে কটন লিনেন, চুমকি বসানো ফ্যান্সি শাড়ি ৬৫ টাকার মধ্যে পেয়ে যাবেন। এছাড়াও তসর থেকে শুরু করে জামদানি, হ্যান্ডলুম থেকে শুরু করে তাঁত, সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে বেনারসি সব ধরনের শাড়ির অসম্ভব সুন্দর কালেকশন আপনারা এই দোকানে পেয়ে যাবেন যা বিভিন্ন মূল্যের এবং বিভিন্ন ভ্যারাইটিতে সাজানো হয়েছে।

অর্থাৎ একই ছাদের তলায় আপনারা বিভিন্ন ধরনের শাড়ির সম্ভার পেয়ে যাচ্ছেন এবং ব্যবসা করার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় কোনভাবেই ছুটতে হবে না। নিশ্চিন্তে আপনারা কিন্তু এখান থেকে পণ্য কিনে ব্যবসার কাজ শুরু করতে পারেন। একজন মধ্যবিত্ত সাধারণ মানুষ হিসেবে যদি আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে শাড়ির ব্যবসা শুরু করতে আগ্রহী থাকেন তাহলে নিচের দেওয়া ঠিকানায় অবশ্যই যোগাযোগ করে ফেলুন। আশা করছি আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের ব্যবসার কাজে অনেকটাই সহায়তা করবে।

Adi Mata manmohini Bastralaya.
Address : Gobindopur, Santipur, Nadia, west bengal.
Contact : 9563875743/8918519858.

Leave a Comment