কলকাতার একদম কাছেই দুর্দান্ত লোকেশনে খুব সস্তায় পেয়ে যান ঘরভাড়া, এতো কমে দেবে না কেউ গ্যারান্টি

নিজস্ব প্রতিবেদন: আমাদের বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে আজ পর্যন্ত নানান রকমের জমি অথবা বাড়ির খোঁজ পাঠক বন্ধুদের সামনে বহুবার আমরা তুলে ধরেছি। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এর মাধ্যমে উপকৃত হয়েছেন। তবে আজকের এই বিশেষ প্রতিবেদনে সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি তথ্য সম্পর্কে আমরা আলোচনা করব। অনেকেই রয়েছেন যাদের বাইরে পড়াশোনা অথবা কাজের সুবাদে ঘর ভাড়া নিয়ে থাকতে হয়। আজ আমরা কলকাতার খুব কাছেই একটা দারুন লোকেশন এর তিনটি ঘরের ভাড়া সম্পর্কে আপনাদের জানাবো। নামমাত্র খরচে আপনারা এই ঘরগুলো ভাড়া নিয়ে ফেলতে পারবেন। চলুন এবার প্রতিবেদনের মূল পর্বে গিয়ে একটু বিশদে জেনে নেওয়া যাক।

আমাদের আজকের লোকেশন হল চাম্পাহাটি স্টেশন সংলগ্ন জায়গা। এখানে স্টেশন থেকে মাত্র সাত থেকে আট মিনিটের হাঁটা দূরত্বের মধ্যেই তিনটি পরপর ঘর ফাঁকা রয়েছে। এটি হলো একটি তিন তলা বাড়ির নিচের অংশ। পাশাপাশি এখানে তিনটি রুম এবং একটা বড় বারান্দা রয়েছে। আপনারা চাইলে এই তিনটি রুম একসঙ্গে ভাড়া নিতে পারেন অথবা আলাদা আলাদা করে নিতে পারেন। যদি কেউ আলাদাভাবে ঘর গুলি ঘরে নেয় সে ক্ষেত্রে পার্টিশনের ব্যবস্থা করে দেওয়া হবে। যেকোনো ছোট ফ্যামিলি খুব সহজেই এই বাড়িতে বসবাস করতে পারবে। ২৪ ঘন্টা জলের সুব্যবস্থা রয়েছে এখানে। ঘরের ঠিক পাশেই বাথরুম আর টিউব ওয়েল পেয়ে যাচ্ছেন আপনারা।

ইলেকট্রিসিটি সংক্রান্ত কোনো সমস্যা এখানে নেই। এই বাড়িগুলো থেকে খুব সামান্য দূরত্বের মধ্যেই রয়েছে চাম্পাহাটি স্টেট ব্যাংক এবং ইলোরা সিনেমা হল। পাশাপাশি ঢিল ছোড়া দূরত্বের মধ্যেই স্কুল, বাজার এবং নার্সিংহোম আপনারা পেয়ে যাবেন। সম্পূর্ণরূপে সুযোগ-সুবিধায় যুক্ত এই প্রত্যেকটা ঘরের দাম নির্ধারণ করা হয়েছে 1000 টাকা। যদি আপনারা এগুলি ভাড়া নিতে আগ্রহী থাকেন বা আপনার পরিচিত কেউ ভাড়া নিতে চায় সেক্ষেত্রে নিজের দেওয়া ঠিকানায় যোগাযোগ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করে নিতে পারেন।
Contact : 9775161614.

Leave a Comment