







নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেকেই কিন্তু একটা ভালো কাজের খোঁজে রয়েছেন। লকডাউনের পর থেকে যেহেতু আমাদের দেশে বেকার সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে, তাই কোনোভাবেই কিন্তু একটা জীবিকা নির্বাহের ব্যবস্থা না হলে মানুষ টিকে থাকতে পারবে না। যদি আপনিও এই সমস্ত মানুষদের তালিকায় থাকেন তাহলে অবশ্যই আমাদের এই প্রতিবেদনটি একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে নিন।
Tata Steel private limited job recruitment 2023
মোট শূন্য পদের সংখ্যা:
এখানে মোট শূন্য পদের সংখ্যা থাকছে 125 টি। যেখানে ছেলেমেয়ে নির্বিশেষে সকলেই আবেদন করতে পারবেন।




শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা:
প্রত্যেক পোষ্টের হিসেবে এখানে শিক্ষাগত যোগ্যতা থাকবে।ফ্রেশারসরাও আবেদন করতে পারবেন।




বয়স সীমা:
এই কাজের জন্য ছেলেদের ক্ষেত্রে বয়স না থাকলে ১৮ থেকে ৪৫ বছর এবং মেয়েদের ক্ষেত্রে ১৮ থেকে ৩৫ বছর।




কাজের সময়, বেতন এবং অন্যান্য:
এখানে কাজের সময় থাকছে ৯ ঘন্টা যার মধ্যে এক ঘন্টা থাকছে ব্রেক টাইম। বেতন থাকবে ১৫,৫০০ টাকা থেকে ১৯,১০০ টাকা। পাশাপাশি এখানে পিএফ ,ই এস আই, ওভারটাইম এবং বোনাসের সুবিধা আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি থাকা আর খাওয়ার সুবিধাও কিন্তু এখানে সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে প্রদান করা হবে।।




কাজের লোকেশান:
১) দুর্গাপুর
২) কলকাতা
৩) জামশেদপুর
৪) হাওড়া
৫) খড়গপুর
৬) শ্রীরামপুর সহ অন্যান্য বেশ কিছু জায়গা




আবেদন পদ্ধতি:
এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাদের সরাসরি আমাদের প্রতিবেদনের একদম শেষে থাকা ভিডিওটি দেখে নিতে হবে। সেখানেই সমস্ত বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।











