







নিজস্ব প্রতিবেদন: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! বিগত বেশ কিছু সময় ধরেই যারা চাকরির খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তাদের অপেক্ষার এবার অবসান ঘটতে চলেছে। আমাদের বেকার ভাই-বোন তথা পাঠক বন্ধুদের জন্য আজ আমরা নিয়ে চলে এসেছি একটি জনপ্রিয় বিস্কুট কোম্পানি অর্থাৎ PARLE-G কোম্পানিতে কাজের সুযোগ। সম্প্রতি কিছুদিন আগেই এই কোম্পানির তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই সম্পর্কেই এই প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি।
কিভাবে আবেদন করবেন?
এই কাজের জন্য আপনাদের সরাসরি PARLE-G কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। সেখান থেকেই CAREERS এর মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন।
কাজের ভূমিকা:
1. Packing
2. Picking
3. Scanning
4.lebelling




বেতন এবং কাজের লোকেশন:
১) এখানে বেতন থাকছে ১২,২০০ টাকা। বেতন ছাড়াও পিএফ,ই এস আই এবং বোনাসের সুবিধা আপনারা পেয়ে যাবেন।
২) কাজের লোকেশন থাকছে ধুলাগড়, শ্রীরামপুর ,ডানকুনি, মধ্যমগ্রাম, বারুইপুর, বালিগঞ্জ, নৈহাটি, ব্যান্ডেল, সোনারপুর।




কারা আবেদন করতে পারবেন এবং কিভাবে?
ছেলেমেয়ে নির্বিশেষে সকলেই এই কাজের জন্য আবেদন করতে পারবেন।PARLE-G company careers অপশনে ঢুকে আপনাকে নিচে ট্রল করেই প্রথমে পেজে গিয়ে ফর্ম খুলে নিতে হবে। এরপর নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং বাকি সমস্ত তথ্য পূরণ করে দেওয়ার পর এটাকে সাবমিট করে দিতে হবে। যদি আপনি যোগ্য বলে বিবেচিত হন তাহলে কোম্পানির তরফ থেকে সরাসরি কিন্তু আপনার সঙ্গে কন্টাক্ট করা হবে।











