মাত্র ৩৫ টাকায় পান ব্র্যান্ডেড ছাপা শাড়ি! এখান থেকে কিনে শুরু করুন ব্যবসা, লাভ হবে প্রচুর

নিজস্ব প্রতিবেদন: ব্যবসা হল এমন একটি মাধ্যম যার সাহায্যে আপনারা কিন্তু অত্যন্ত অল্প সময়ের মধ্যে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন।। চাকরির বাজার দুর্বল হওয়ার পর থেকেই সাধারণ মানুষের একটা বেশিরভাগ অংশ ব্যবসার দিকে ঝুঁকে পড়েছেন। তবে ব্যবসা শুরু করতে গেলে কিন্তু মূলধন নিয়ে বিশেষ চিন্তায় পড়ে থাকেন মধ্যবিত্ত মানুষেরা। মনে রাখবেন যে ব্যবসা একেবারে স্বল্প বিনিয়োগে শুরু করা যায় এবং যেখানে পণ্যের বাজার চাহিদার কোন অভাব হয় না তাই কিন্তু সব থেকে বেশি লাভজনক। সুতরাং আপনাকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে।

আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এইরকমই একটি চাহিদা সম্পন্ন ব্যবসার কথা আপনাদের সাথে শেয়ার করে নিতে চলেছি। আজ বলবো শাড়ির ব্যবসার কথা।দেশের বাজারে ছোট থেকে বড় সকল বয়সী মহিলাদের মধ্যে শাড়ির চাহিদা কতখানি তা হয়তো আপনাদের আলাদা করে বলার প্রয়োজন নেই। ভালো পণ্য নিয়ে গ্রাম সহ নির্বিশেষে যেখানে ইচ্ছে কিন্তু আপনারা এই শাড়ির ব্যবসা শুরু করে নিজেদের জীবনে এগিয়ে যেতে পারেন।। চলুন একটু বিস্তারিত জেনে নেওয়া যাক।

শাড়ির ব্যবসা কিভাবে শুরু করবেন?

শাড়ির ব্যবসা শুরু করার প্রথম ধাপ হিসেবে আপনাদের কিন্তু প্রথমে পাইকারি দোকান খুঁজে নিতে হবে। পশ্চিমবঙ্গের বুকে শাড়ির ব্যবসা শুরু করার জন্য সবথেকে ভালো পাইকারি দোকান আছে নদীয়ার শান্তিপুরে এবং কলকাতায়। এখানে অত্যন্ত কম দামে আপনারা শাড়ি পেয়ে যাবেন সহজেই। মনে রাখবেন যত জলের দামে আপনারা শাড়ি কিনতে পারবেন ততটাই কিন্তু আপনারা প্রফিট মারজিন বেশি রাখতে পারবেন।

এবার আসা যাক মূলধনের কথায়। এই ব্যবসা হাতে মাত্র কয়েক হাজার টাকা নিয়েই আপনারা শুরু করতে পারেন। আপনারা যতটা পণ্য কিনতে চান সেই অনুপাতে টাকা রাখবেন। আলাদা করে আর দাম উল্লেখ করলাম না। এই ব্যবসা শুরু করতে গেলে আপনাদের কিন্তু নির্দিষ্ট জায়গার প্রয়োজন হবে। যদি অনলাইনের মাধ্যমে শুরু করতে চান সেক্ষেত্রে বাড়ি থেকেই আপনারা কাজ শুরু করতে পারেন। তবে ক্রেতাদের বাড়িতে ডেলিভারির ব্যবস্থা কিন্তু সেক্ষেত্রে আপনাদেরই করে নিতে হবে।

যদি আপনারা দোকানের মাধ্যমে বিক্রি করতে চান তাহলে অবশ্যই একটা ভালো এরিয়ার মধ্যে নিজেদের দোকান খুলবেন। যাতে আপনার দোকান এলাকার মধ্যে পরিচিতি পায় এবং আপনার পণ্যের বিক্রি সঠিকভাবে হয়।। আপনি স্টেপ বাই স্টেপ এই কয়েকটি পদ্ধতি অবলম্বন করে যদি শাড়ির ব্যবসা শুরু করেন সে ক্ষেত্রে কিন্তু কখনোই চিন্তা করতে হবে না ভবিষ্যতের জন্য। একবার এই ব্যবসা দাঁড়িয়ে গেলে আর্থিক স্বচ্ছলতা আপনার হাতের মুঠোয় চলে আসবে।

ম্যানুফ্যাকচারিং ইউনিটের ঠিকানা:

ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে যদি আপনারা হোলসেল মাল কিনতে পারেন তাহলে অবশ্যই ব্যবসা দাঁড় করাতে সুবিধা হবে। তাই আগ্রহী পাঠকদের উদ্দেশ্যে স্বল্পদামের মধ্যে দোকানের নাম আর ঠিকানা নিচে উল্লেখ করে দেওয়া হলো।

Shop Name : Priyanka saree creation.
Prop : Anup
Whatsapp no : 8918647910
Contact no : 7001992533

Leave a Comment