একেবারে হোলসেলের রেটে পেয়ে যান ১ পিস শাড়ী! এখান থেকে কিনে ব্যবসা শুরু করলে লাভ হবে দুর্দান্ত

নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে বিভিন্ন ব্যবসা সম্পর্কে চিন্তাভাবনা করছেন এমন মানুষদের উদ্দেশ্যে বলবো আপনাদের জন্য সবথেকে বেশি লাভবান হতে পারে শাড়ির ব্যবসা। ছোট থেকে বড় সকল বয়সী মহিলাদের মধ্যেই এই শাড়ির চাহিদা রয়েছে। বিশেষ করে যদি কোন অকেশন থাকে তাহলে তো আর কথাই নেই। গ্রাম শহর নির্বিশেষে সব জায়গাতেই কিন্তু এই ব্যবসাটা চলবে।

তাই সঠিকভাবে পণ্য নিয়ে দোকান সাজিয়ে যদি আপনারা শাড়ির ব্যবসা শুরু করতে পারেন তাহলে আর কখনোই ভবিষ্যতের উপার্জন নিয়ে আপনাকে দুশ্চিন্তার মুখোমুখি হতে হবে না।। তবে এই শাড়ির ব্যবসা শুরু করার কিছু নির্দিষ্ট নিয়মাবলী বা শর্ত রয়েছে। যদি আপনি নিজের ব্যবসাকে সঠিকভাবে দাঁড় করাতে চান তাহলে অবশ্যই সেই শর্তগুলো মেনে চলতে হবে। চলুন এবার এই শাড়ির ব্যবসা সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক, যাতে নতুন ব্যবসায়ীদের কোনরকম পথের কাঁটা না থাকে।

কিভাবে শুরু করবেন এই শাড়ির লাভজনক ব্যবসা?

শাড়ির ব্যবসা শুরু করার জন্য আপনাদের সহজ কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে। সবার প্রথমেই পাইকারি মার্কেট থেকে আপনাদের কিছু লেটেস্ট শাড়ির কালেকশন সংগ্রহ করে দোকান সাজিয়ে নিতে হবে। চেষ্টা করবেন মানুষের চাহিদার জন্য দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে বিভিন্ন অকেশনে পড়ার জন্য অথবা মহিলাদের বিভিন্ন হাল ফ্যাশনের শাড়ি দিয়ে দোকান সাজানোর।

যাতে কোন গ্রাহককেই আপনার দোকানে আসার পর ফেরত যাতে না হয় এদিকে কিন্তু বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। বেশি করে কালেকশন না কিনে সমস্ত ধরনের কালেকশন আপনারা কয়েক পিস করে রাখতে পারেন। চাহিদা অনুযায়ী আপনাকে প্রোডাক্টের কমবেশি করতে হবে। পাইকারি দোকান থেকে পণ্য কেনার পর খুব সহজেই লোকাল মার্কেটে আপনারা প্রফিট রেখে এগুলো বিক্রি করতে পারবেন। লোকাল মার্কেটে বিভিন্ন প্রফিটে এগুলো বিক্রি করা হয়ে থাকে।

চাইলে অনলাইন প্লাটফর্মকে টার্গেট করেও ফেসবুক বা instagram এর মতন অ্যাপ্লিকেশন গুলোর সাহায্যে আপনারা শাড়ি বিক্রি করতে পারেন। বেকার যুবক-যুবতী এবং বিবাহিত মহিলারা কিন্তু খুব সহজেই এই কাজে অংশগ্রহণ করতে পারবেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা একটি শাড়ির ম্যানুফ্যাকচারের কথা শেয়ার করে দেবো যেখানে ২৫০ টাকা থেকে সুন্দর কোয়ালিটির আপনারা ছাপার শাড়ি পেয়ে যাবেন।

শুধুমাত্র তাই নয়, ২৭০ টাকার মধ্যে থেকে বেশ দুর্দান্ত কালেকশনের এবং ভ্যারাইটি সহকারে তাঁতের শাড়ি আর মাত্র ৪৫০ টাকা থেকে লেটেস্ট কিছু জামদানির কালেকশনও এখানে পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে আরো নানান ধরনের শাড়ির সম্ভার। মোটামুটি দোকান সাজানোর জন্য যেরকম যা প্রয়োজন সবকিছুই এখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন।গুনগতমান নিয়ে কিন্তু এখানে কোনরকম চিন্তা করার প্রয়োজন নেই।

সম্প্রতি ব্যবসা শুরু করার কথা চিন্তা করছেন এরকম মানুষেরা কিন্তু আর সময় নষ্ট করবেন না। সুন্দরভাবে দোকান সাজিয়ে শীঘ্রই শুরু করে ফেলুন নিজেদের স্বাধীন ব্যবসা। পণ্য কেনার জন্য নিচে ঠিকানা দেওয়া রইল।

Shop Name : Jamdani House.
Address : 60/6B Gourabari Lane, kolkata 700004.
Near – Khanna cinema hall shyambazar.
Contact – 9831757547/9830760189.

Leave a Comment