দেশজুড়ে করোনা ভাইরাসের লকডাউন এর আবহে ইন্টারনেটের ব্যবহার প্রচুর বেড়েছে। বেশিরভাগ মানুষ অফিসে না গিয়ে work-from-home করছেন এবং ছাত্র-ছাত্রীরাও অনলাইন ক্লাস করছে। সবমিলিয়ে ইন্টারনেটের ব্যবহার যথেষ্ট বেড়েছে। বর্তমানে 199 টাকার প্যাকেজে এয়ারটেল দিচ্ছিলো 1 জিবি করে অর্থাৎ মোট 24 জিবি ইন্টারনেট পরিষেবা। কিন্তু এয়ারটেল এবার এক নতুন ঘোষণার দ্বারা জানিয়েছে, এই দামে এবার মাত্র 2.4 জিবি ইন্টারনেট পাবে এয়ারটেলের গ্রাহকরা।
দেশজুড়ে এয়ারটেল গ্রাহকরা এই ঘোষণার ফলে খুবই ক্ষু-ব্ধ হয়েছেন। সকলেই এয়ারটেল কোম্পানির প্রতি রো-ষ উগড়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে যেখানে মানুষের রুজি-রোজগার বন্ধ হয়ে গিয়েছে, সেখানে এয়ারটেলের এই রিচার্জের মূল্য বৃদ্ধি সকলেরই ক্ষো-ভে-র কারণ হয়ে দাঁড়িয়েছে। এই নিরিখে বিএসএনএল আবার আকর্ষণীয় অফার লঞ্চ করেছে তার গ্রাহকদের জন্য।টেলিকম কোম্পানি গুলি প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছে।
এবার আসরে নামল রিলায়েন্স জিও। এমনিতেই দেশে সর্বপ্রথম প্রতি সস্তায় ইন্টারনেট পরিষেবা প্রদান করেছিল জিও। এবার আর এক ধামাকা অফার নিয়ে এসে হাজির হলেও জিও। দেশে বৃদ্ধিপ্রাপ্ত ইন্টারনেটের বাজারকে লক্ষ্য রেখে এই প্ল্যান লঞ্চ করেছে জিও। মুকেশ আম্বানির এই সংস্থা ফ্রিতে ডেটা অফার এনেছে। জিও ফাইবার কানেকশন নিলে 30 দিন বিনামূল্যে যেকোন প্ল্যান ব্যবহার করতে পারবেন গ্রাহকরা, এটাই জানা গিয়েছে।
তবে আরো গুরুত্বপূর্ণ বিষয় হল এটাই যে, জিওর এই একই ফাইবার কানেকশনে একসাথে মিলবে ফোন, ইন্টারনেট, ওটিটি প্ল্যাটফর্ম, টিভি পরিষেবা পাবেন গ্রাহকরা। তার পরের মাস থেকে টাকা দিতে হবে গ্রাহকদের। জানা গিয়েছে জিও ফাইবার প্ল্যান শুরু হচ্ছে মাত্র ৩৯৯ টাকা থেকে।
এই ন্যূনতম প্ল্যানে স্পীড থাকবে প্রায় ৩০ এমবিপিএস এছাড়াও মাসে যে ৯৯৯ টাকার প্ল্যানটি থাকবে, সেই প্ল্যানটিতে অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্স এবং আরও ১১ টি ওটিটি প্লাটফর্মে সাবস্ক্রিপশন বিনামূল্যে পেতে পারবেন গ্রাহকরা। এছাড়াও রয়েছে ৬৯৯ টাকার প্ল্যান। এখানেও ফোন, ইন্টারনেট, ভয়েস কলিং, টিভির সুবিধা পাওয়া যাবে। যেখানে অন্যান্য টেলিকম কোম্পানি গুলি ডেটার মূল্যবৃদ্ধি করছে, সেখানে রিলায়েন্স জিওর এই অফারটি নিঃসন্দেহে গ্রাহকদের মধ্যে জনপ্রিয়তা পাবে বলে আশাবাদী জিও।