নিজস্ব প্রতিবেদন :-আমাদের দেশের বাজারে বিভিন্ন ধরনের মোবাইল আছে ।কোথাও কমদামে তো ,কোথাও বেশি। কোথাও আবার টেকসই। গ্রাহকদের চাহিদামত সময়ের সাথে সাথে এসেছে বাজারে নিত্যনতুন মোবাইল । বাজারে মোবাইল কোম্পানিগুলি অন্য মোবাইল কোম্পানি কে টেক্কা দিতে মরিয়া থাকে সব সময়। শুধু কি মোবাইল কোম্পানি ? মোবাইল নেটওয়ার্ক পরিষেবা প্রদানকারী কোম্পানিগুলো বিভিন্ন সময় অন্য পরিষেবা প্রদানকারী সংস্থা থেকে একধাপ এগিয়ে থাকতে চায় ।
কিন্তু বাজার দখল করে রেখেছে মোবাইল নেটওয়ার্ক পরিষেবা প্রদানকারী সংস্থা রিলায়েন্স জিও। এবার রিলায়েন্স জিও শুধুমাত্র নেটওয়ার্ক পরিষেবা প্রদানকারী সংস্থা হিসেবে নয় বাজারে অ্যান্ড্রয়েড ফোন নির্মাতা হিসেবেও পরিচিতি পেতে চলেছে ।সম্প্রতি জানা গেছে রিলায়েন্স জিও কোম্পানি বাজারে আনতে চলেছে স্মার্টফোন ।মিলবে জলের দরে। দুর্মূল্যের বাজারে যখন একের পর এক কোম্পানি রিব্র্যান্ড হচ্ছে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, তখন রিলায়েন্স জিও র একের পর এক ঘোষণা রীতিমতো মাথায় হাত ফেলেছে বাকি সব কোম্পানির
চলতি বছরে প্রায় ১০ কোটিরও বেশি মোবাইল বাজারে আনতে চলেছে রিলায়েন্স জিও ।জানা যাচ্ছে ,গুগল অ্যান্ড্রয়েড সিস্টেম অপারেটিং যুক্ত এই স্মার্টফোনটি বাজারে মিলবে অন্যান্য স্মার্টফোনের থেকে কম দামে। তবে নির্দিষ্ট ভাবে এখনো দাম বলেনি এই ফোনের । 4G এবং 5G গতির ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে এই মোবাইলের মাধ্যমে। প্রায় ১০ কোটিরও বেশি মোবাইল চলতি বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরের আসতে চলেছে বাজারে ।
অনেকের মতে যেহেতু এটি দাম কম তাই গুণমানের দিক দিয়ে অতটাও টেকসই হবে না। কাজেই এর একটা বাজে প্রভাব পড়তে পারে রিলায়েন্স জিওর উপরে মত একাংশের। কিন্তু গুণমানের সাথে কোন রকম আপস নয় এটাও পরিষ্কার জানায় রিলায়েন্স জিও। তাই বিভিন্ন মোবাইল তৈরি কোম্পানির সাথে আলোচনা করছে রিলায়েন্স জিও । এখন শুধু সময় এর অপেক্ষা ।