প্রথম থেকেই ভারতীয়দের জন্য নানান অফার এনে হাজির করেছে রিলায়েন্স জিও। বিশেষ করে করোনার চেয়ে ভয়াবহ আবহে গৃহবন্দী থেকে মানুষজন যাতে ইন্টারনেট পরিষেবা ভালোভাবে পেতে পারেন তার জন্য ডেটা সংক্রান্ত নানান আকর্ষণীয় অফার এনে হাজির করেছিলো রিলায়েন্স জিও। রিলায়েন্স এর বার্ষিক সভা তে জিও জানিয়েছে, নানান আকর্ষণীয় অফার সমেত বেশ কিছু গুরুত্বপূর্ণ ডিভাইস আনতে চলেছে রিলায়েন্স জিও।
স্বাধীনতা দিবসে গ্রাহকদের জন্য এক দূর্দান্ত অফার নিয়ে এসে হাজির হয়েছে রিলায়েন্স জিও। এই অফারের সুবিধা নিতে গেলে গ্রাহককে আগে জিও স্টোরে গিয়ে ১৯৯৯ টাকা দিয়ে কিনতে হবে JioFi ডঙ্গল। তারপর অ্যাক্টিভেট করতে হবে জিও সিম। তারপর গ্রাহককে বেছে নিতে হবে জিও প্ল্যান গুলির মধ্যে যেকোনো একটি। নম্বরটি এক্টিভেট হওয়ার পরেই ফ্রি ডাটা পাবেন গ্রাহকরা।
এই প্ল্যানের মতোই ১৯৯ টাকার প্ল্যানে ২৮ দিন বৈধতা সমেত প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাওয়া যেতো। এই
JioFi অ্যাক্টিভেট করার সময়ে প্রাইম মেম্বারশিপের জন্য গ্রাহকদের খরচ করতে হবে ৯৯ টাকা। এই প্ল্যান চালু হলেই আনলিমিটেড কল এবং ফ্রি ডেটা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। এর সাথে মিলবে অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট টকটাইম। এছাড়াও প্রতিদিন ১০০ টি করে এসএমএস ও পাওয়া যাবে।