আনলিমিটেড কলিং থেকে শুরু করে ইন্টারনেট!BSNL -এর এই নতুন প্ল্যান দেখে রীতিমতো ঝটকা খেলো Jio,Vi

নিজস্ব প্রতিবেদন: বিগত বেশ কিছু সময় ধরেই সকল বয়সের মানুষের মধ্যেই কিন্তু স্মার্টফোনের ব্যবহার অনেকটাই বেড়ে গিয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশন ব্যবহার হোক, প্রয়োজনে দূরদূরান্তের মানুষের সাথে কথা বলা, সেলফি তোলা অথবা চ্যাটিং করা সবকিছুর জন্যই কিন্তু প্রয়োজন স্মার্টফোন। তবে শুধুমাত্র স্মার্ট ফোন থাকলেই তো হবে না। সাথে প্রয়োজন ইন্টারনেটের সুব্যবস্থা। তাই স্মার্টফোনের সাথে এখন পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন টেলিকম কোম্পানিগুলোর নানান ধরনের অফার।

আগে শুধুমাত্র দেশের বাজারে একটা কি দুটো টেলিকম কোম্পানির রাজত্ব ছিল। কিন্তু এখন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে বিভিন্ন টেলিকম সংস্থা। তবে সমস্যা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আপনি ভারতের যেকোনো টেলিকম সংস্থারই গ্রাহক হোন না কেন, রিচার্জ করাতে গেলে ১০০ টাকা খরচ করতেই হবে। বেশিরভাগ ফোনেই কিন্তু এখন মানুষ দুটো সিম ব্যবহার করে থাকেন।

সমস্ত অফার সহকারে যদি আপনারা এই দুটো সিম রিচার্জ করাতে চান তাহলে প্রায় মাসিক ভিত্তিতে ৮০০ থেকে ১০০০ টাকার কাছাকাছি আপনাকে খরচ করাতে হবে নিঃসন্দেহে।VI থেকে শুরু করে এয়ারটেল প্রত্যেকটা টেলিকম সংস্থার ক্ষেত্রেই কিন্তু এই একই ধরনের প্ল্যান রয়েছে। যদিও কয়েক বছর আগে মুকেশ আম্বানির মালিকানাধীন জিও বাজারে আসার পরে কিছুটা হলেও সাধারণ মানুষ এই সমস্যার হাত থেকে রেহাই পেয়েছিলেন। তবে দিন প্রতিদিন এই সংস্থারও বিভিন্ন অফারের প্ল্যান এর দাম বেড়েই চলেছে।

তাই সাধারণ মানুষের একেবারে নাভিশ্বাস অবস্থা। ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে রেশন অথবা দৈনন্দিন স্কুল কলেজ সহ বিভিন্ন প্রয়োজনীয় জায়গা সব জায়গায় যে নম্বরটি দেওয়া রয়েছে সেটি চালু রাখার জন্য একটি বড়সড়ো অংকের রিচার্জ না করলেই নয়! কোথা থেকে এই রিচার্জ খরচ আসবে সেটা ভেবেই মাথায় হাত মধ্যবিত্ত জনগণের।

এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু BSNL আপনাদের সকলের জন্যই একটা ভালো অপশন হয়ে উঠতে পারে।অন্ততপক্ষে সেকেন্ড সেম হিসেবে কিন্তু আপনারা সহজেই এটাকে কাজে লাগাতে পারেন নিজেদের ফোনে। আমরা একটি বিএসএনএলের সিমের প্ল্যান এর সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাতে চলেছি যা বর্তমান সময় গ্রাহকদের প্রথম পছন্দ হয়ে উঠেছে।

BSNL এর বিশেষ প্ল্যানটি কি?

প্রথমেই জানিয়ে রাখি BSNL এর বিশেষ প্ল্যানটি নিতে গেলে আপনাকে খরচ করতে হবে মাত্র ৯৯ টাকা। যেখানে অন্য সিমে মাসে ১৫০-২০০ টাকা খরচ করতে হয় রিচার্জ করানোর জন্য সেখানে ১০০ টাকারও নীচে খরচ হচ্ছে এই ক্ষেত্রে। এই অফারটি নিতে গেলে আপনাদের BSNL-সিম চালু রাখতে হলে মাত্র ১১৮৮ টাকা রিচার্জ করতে হবে। যেটি প্রতি মাসে হিসেব হবে ৯৯ টাকা রূপে, অর্থাৎ ৯৯ × ১২- ১১৮৮ টাকা। অর্থাৎ BSNL মাত্র ১১৮৮ টাকার রিচার্জ টি করলে ৩৬৫ দিনের বৈধতা পাবেন।

অনেকেই ভাববেন ৯৯ টাকা যদি হিসেব হয়, তাহলে প্রতি মাসেই এরকম রিচার্জ করলেই সমস্যার সমাধান হবে, কিন্তু না ১১৮৮ টাকা দিয়ে রিচার্জ করলেই এই এই সুযোগ পাবেন। এছাড়াও এই অফারটি নিলে কিন্তু আপনারা আরো বিশেষ কিছু সুবিধা পেয়ে যাবেন যার মধ্যে রয়েছে ৩০০ মিনিটের আনলিমিটেড কল, মাসিক ভিত্তিতে ৩ জিবি ডেটা এবং ৩০ টি এসএমএস পাঠানোর সুবিধা। খুব সহজেই তাই আপনারা নিজেদের দ্বিতীয় সিম হিসেবে কিন্তু BSNL রাখতেই পারেন। কেমন লাগলো আজকের এই বিশেষ প্রতিবেদন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।

Leave a Comment