




নিজস্ব প্রতিবেদন :-আমাদের মধ্যে অনেকেরই পড়াশোনার পাশাপাশি অভিনয় করার একটা আলাদা নেশা থেকে থাকে । অনেকেই হতে চান জীবনে সফল অভিনেত্রী বা অভিনেতা । তাই পড়াশোনা শেষ করার পাশাপাশি চলতে থাকে তার জন্য নিরন্তন পরিশ্রম।





তবে অভিনেত্রী বা অভিনেতা হয়ে গেলেই যে সবার চোখের মনি হয়ে ওঠা যায় এমনটা কিন্তু নয় । ইতিবাচক মন্তব্য পরিমাণ বেশি থাকলেও কখনো কখনো কুরুচিকর মন্তব্যের শি-কা-র হতে হয় এই অভিনেত্রী দের। এই ঘটনার প্রমাণ এর আগে আমরা অনেকবার দেখেছি । আরও একবার দেখলাম।
চ্যাম্পিয়ন সিনেমা দিয়ে অভিনয় জগতে পদার্পণ করে শ্রাবন্তী। তারপর খুব অল্প বয়সে পরিচালক রাজীবের সঙ্গে বিয়ে হয়ে যায় । কিন্তু মনোমালিন্যের জন্য সে সম্পর্ক বেশি দিন টেকে না । সে নিয়ে তাকে শুনতে হয়েছে অনেক কথা । তারপরে শ্রাবন্তী তৃতীয়বারের জন্য বিয়ে করেন রোশন কে । যা নিয়ে তাকে ফের শিকার হতে হয়েছিল কুরুচিকর মন্তব্যের । তবে সে সবের তিনি কোনদিনই তোয়াক্কা করেননি। এবারও করলেন না । কিন্তু এবার তার সাথে ঘটলো এক অন্য রকম ঘটনা।





সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রীরা বেশ সক্রিয় হয়ে থাকেন। ঠিক সেরকমই সক্রিয় বাংলার এই অভিনেত্রী শ্রাবন্তি। বিভিন্ন সময় তার ছবি বা ভিডিও কে ঘিরে আস্তে থাকে ইতিবাচক মন্তব্য । তবে কখনো কখনো তাদেরকে পড়তে হয় কুরুচিকর মন্তব্যের সামনে । কিন্তু এবারে কুরুচিকর মন্তব্য একটু বেশিমাত্রায় ছাড়িয়ে গেছে । সম্প্রতি বাংলাদেশের একটি নম্বর থেকে তাকে তার সম্প্রতি শেয়ার করা ছবিটি ঘিরে কুরুচিকর মন্তব্য করে এক যুবক ।
কালো জামা এবং প্যান্ট পরা অবস্থায় থাকা শ্রাবন্তীর ছবিকে ঘিরে বারবার বাংলাদেশের ওই নাম্বার থেকে আসতে থাকে কুরুচিকর মেসেজ । শুধুমাত্র তাই নয় ওই নাম্বার থেকে ভারতের সম্পর্কে বলা হয়ে থাকে অশ্রাব্য ভাষায় গালাগালি । একসময় সহ্যের বাঁধ ভেঙে যায় শ্রাবন্তী । তিনি সমস্ত ব্যাপারটা তার স্বামীকে জানান এবং তারা ঠিক করেন যে এর যোগ্য জবাব দেবে।





তাই তারা বাংলাদেশ হাই কমিশনের কাছে দ্বারস্থ হন এবং তার পাশাপাশি ওই যুবকের বি-রু-দ্ধে অ-ভিযো-গ দা-য়ের করেন। এবং বাংলাদেশের হাইকমিশনার তাদেরকে আশ্বস্ত করেছেন ওই যুবকের বি-রু-দ্ধে উপযুক্ত পদক্ষেপ তারা নেবেন । তবে এই ধরনের ঘটনাতে রীতিমতো ক্ষু-ব্ধ অভিনেত্রী। তার সাথে সাথে ক্ষু-ব্ধ তার অনুগামীরা ।
https://www.instagram.com/p/CFrjTSPAZjn/?utm_source=ig_web_copy_link