নিজস্ব প্রতিবেদন:-তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন লগ্ন থেকে একটি নাম ওতপ্রোত ভাবে জড়িত সেটি হল মুকুল রায় । কিন্তু এই মুকুল রায় বেশ কিছুদিন আগে তৃণমূল ছেড়ে দিয়েছি দিয়েছি । তারপর থেকে যদিও মেলেনি বড় আসন । কিন্তু এর ফলে যে কোনো ক্ষো-ভ সৃষ্টি হয়েছে সেটা কিন্তু প্রকাশ করেননি তিনি।
সমনের বিধানসভার ভোট কে মাথায় রেখে চলছে জোর কদমে চলছে প্রস্তুতি। প্রস্তুতি চোখে পড়ার মতো । চলছে মিটিং, মিছিল । অনেকের মুখে সোনা যায় যে বিজেপি থেকে দূরত্ব সৃষ্টি হয়েছে মুকুল রায় এর । কিন্তু এবার সেই কথা কে মিথ্যা প্রমান করে দিলেন কৈলাশ বিজয় বর্গী।
সাম্প্রতি নদিয়ার চাকদাই তে একটি সমাবেশ আয়োজিত হয় যেখানে পশ্চিমবঙ্গের বিজেপির দায়িত্ব প্রাপ্ত নেতা কৈলাশ বিজয় বর্গীয় জানান যে ” মুকুল রায় এমন এক মানুষ যে একা পরিশ্রম করে মমতা ব্যানার্জী কে মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছেন । তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন সেই আসন থেকে ফের তাকে টেনে নামবেন ।” কার্যত দূরত্বের কথা তিনি আরকেবারভুল বলে প্রমান করে দিলেন ওইদিন ।
এর পাশাপাশি মুকুল রায় এর ছেলে জানান যে আগে বদলা নেবো তার পর নবান্ন যাবো …এ কথা তিনি রীতিমতো হুমকির সুরে বলেছেন এমনটাই মনে করছে অনেকে । এর পাশাপাশি কৈলাস বিজয়বর্গীয় বিজেপির যুব মোর্চার নেতা সৌমিত্র খাঁ এর সম্পর্কে বলেন ।
তিনি বলেন একসময় তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন তিনি । মমতা বন্দ্যোপাধ্যায় খুব ঘনিষ্ঠ একজন । কিন্তু তিনি উপলব্ধি করতে পারেন ওইখানে চাল চোর ,গরু চো-র দুর্নীতি নেতা তে ভোরে গেছে তাই তিনি যোগ দিয়েছেন বিজেপিতে। তিনি নবান্ন এর এক একটা ইট হিলিয়ে দেবার ক্ষমতা রাখে ।
এর পাশাপাশি আগামী ৮ ই অক্টোবর গণতন্ত্র বাঁচাও এর দাবিতে নবান্ন অভিযান করবে বিজেপি যুব মোর্চা। এর পাশাপাশি নদীয়ার সভাতে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয় মুকুল রায় এবং মুকুলে পুত্র শুভ্রাংশু রায় সহ অন্যান্য বিশিষ্ট নেতা মন্ত্রীরা। কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে বিজেপি আর বলার অপেক্ষা রাখে না ।এখন শুধু দেখবার বিষয় আগামী দিনে বাংলায় ক্ষমতায় ।