







নিজস্ব প্রতিবেদন: আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু রান্নাঘরে এবং বাথরুমে আলাদা করে বেসিনের ব্যবহার থাকে। দীর্ঘ সময় ধরে ব্যবহার করতে করতে জলের একটা আয়রনের দাগ বেসিনের মধ্যে চলে আসে যা খুবই দৃষ্টিকটু। যদি আপনারা সঠিক সময়ের মধ্যে এই দাগ না পরিষ্কার করতে পারেন তাহলে কিন্তু বেসিনের মধ্যে একটা চিরস্থায়ী লালচে ভাব বা দাগ চলে আসে।
ধীরে ধীরে বেসিন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই পাঠক বন্ধুদের উদ্দেশ্যে বেসিন পরিষ্কার করার একটি সহজ টিপস শেয়ার করে নেব। এই পদ্ধতিতে মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনারা কিন্তু জলের কঠিন দাগ এখান থেকে তুলে ফেলতে পারবেন।। চলুন তাহলে আর সময় নষ্ট না করে আমাদের আজকের প্রতিবেদন টা শুরু করা যাক।




উপকরণ :
এই পদ্ধতিতে বেশি পরিষ্কার করার জন্য আপনাদের মাত্র চারটি জিনিসের প্রয়োজন হবে যা হলো—
১) ব্লিচিং পাউডার
২) লবণ
৩) স্ক্রাবার এবং
৪)জল




স্টেপ বাই স্টেপ বেসিন পরিষ্কারের পদ্ধতি:
১) প্রথম ধাপে আপনাদের বেসিনের উপরের অংশে হালকা করে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিতে হবে। এরপর যে সমস্ত জায়গায় বেশি দাগ রয়েছে সেখানে যেন ব্লিচিং পাউডারের পরিমাণটা একটু বেশি হয় খেয়াল রাখবেন। এর উপরে সামান্য লবণ নিয়ে ছড়িয়ে দেবেন।




২) দ্বিতীয় ধাপে একটু জল ছড়িয়ে লবন আর ব্লিচিং পাউডারকে একসাথে আপনাদের বেসিনের উপরে ভুলিয়ে দিতে হবে। যাতে একটা আস্তরণ সৃষ্টি হয়ে যায়। এরপর সফট স্ক্রাবার দিয়ে হালকা করে বেসিনের সমস্ত অংশ ধীরে ধীরে ঘষতে শুরু করুন।। সবশেষে জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু দেখবেন মিনিটখানেক সময়ের মধ্যে বেসিন একেবারে নতুনের মতন পরিষ্কার হয়ে যাচ্ছে।
যদি একেবারে নিখুঁত করে পরিষ্কার করতে চান সেক্ষেত্রে এইভাবে ক্লিন করে নেওয়ার পরে কিছুটা টুথপেস্ট দিয়ে আবারো স্কচবাইট এর সাহায্যে আপনারা একবার বেসিন ঘষে ধুয়ে নিতে পারেন। তাহলে কিন্তু আর কোন রকমের দাগ ছোপ বা তেল চিটচিটে ভাব বেসিনের মধ্যে থাকবে না। কেমন লাগলো আমাদের আজকের এই বিশেষ টিপস একটা কমেন্ট করে জানানোর অনুরোধ রইলো।











