







নিজস্ব প্রতিবেদন: আজকালকার যুগে দাঁড়িয়ে সাধারণত মানুষের কাছে অর্থ উপার্জনের জন্য দুটোই রাস্তা রয়েছে। এর মধ্যে একটি হলো চাকরি আর অপরটি হল ব্যবসা। যেহেতু বর্তমানে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে খুব একটা নিয়োগ নেই তাই বেশিরভাগ মানুষ কিন্তু ব্যবসার দিকেই ঝুঁকে পড়েছেন বলা যায়। তবে মধ্যবিত্ত সাধারণ মানুষ হিসেবে এই ব্যবসা করতে গেলে কিন্তু আপনাকে বেশ কিছু বিপদের মুখোমুখি হতে হবে তা আমরা প্রথমেই বলে রাখি।
যদি সঠিক পণ্য না বেছে নিতে পারেন সে ক্ষেত্রে কখনোই আপনার ব্যবসার দাঁড়াবে না। একজন মধ্যবিত্ত সাধারণ মানুষ হিসেবে আপনাকে অবশ্যই এমন ধরনের ব্যবসা শুরু করতে হবে যেখানে বিনিয়োগ কম আর উপার্জন বেশি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই দুটো বিষয় মাথায় না রেখেই আমরা কাজ শুরু করে ফেলি। শেষে লোকসানের মুখোমুখি হতে হয়।




এই পর্যায়ে দাঁড়িয়ে আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের সাথে শেয়ার করে নিতে চলেছি একটি দুর্দান্ত ব্যবসার আইডিয়া। একজন নতুন ব্যবসায়ী হিসেবে আপনাদের অবশ্যই কিন্তু আমাদের প্রতিবেদনটি মনোযোগ সহকারে একেবারে শেষ পর্যন্ত পড়ে নেওয়া উচিত।। কারণ এই প্রতিবেদনের মাধ্যমেই আপনারা পেয়ে যাবেন নিজেদের সমস্ত সমস্যার সমাধান। আজকে আমরা আপনাদের বলব গার্ডার বা মহিলাদের বিশেষভাবে ব্যবহৃত রবার ব্যান্ডের ব্যবসার কথা।
এই পণ্যটি কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন দোকান বাজার থেকে শুরু করে আমাদের ব্যক্তিগত কাজে লেগে থাকে। একদিকে মহিলারা যেমন চুল বাধার কাজে রবার ব্যবহার করে থাকেন ঠিক তেমনভাবেই বহু দোকান বাজার থেকে শুরু করে সব জায়গাতেই প্যাকিংয়ের জন্যও এটাকে ব্যাপক ব্যবহার করা হয়।। সুতরাং খুব সহজে এই ব্যবসা আপনারা শুরু করতে পারেন। শুধুমাত্র একটি মেশিন কিনেই এই ব্যবসা বা রবার আপনারা তৈরি করতে পারবেন।




ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে মেশিনের সাথে সমস্ত কাঁচামাল পেয়ে যাবেন। রবারের যে সমস্ত আইটেম থাকে সবকিছুই একসাথে আপনাকে দেওয়া হবে এবং পরবর্তীতেও খুব সহজে এখান থেকে আপনারা সাপ্লাই নিতে পারবেন। এই ব্যবসা শুরু করার জন্য যে মেশিনটা আপনারা ব্যবহার করবেন সেটা কিন্তু বাড়ির সিঙ্গেল ফেজ ইলেকট্রিসিটিতেই চালানো যাবে।
অর্থাৎ আলাদা করে কোন কমার্শিয়াল লাইন নেওয়ার প্রয়োজন নেই। বাড়ির এক কোনায় প্রাথমিক অবস্থায় মেশিন বসিয়ে আপনারা গার্ডার তৈরি করে সরাসরি মার্কেটে বিক্রি করতে পারেন। আবার চাইলে কিন্তু অন্য পদ্ধতিও গ্রহণ করতে পারেন যেখানে নিজেদের দোকান বা জায়গা থেকে এই গাডার গুলো বিক্রি করবেন। তবে আমার মনে হয় না আপনাদের এই বিক্রি নিয়ে চিন্তা করার প্রয়োজন রয়েছে।




যদি আপনি এই ব্যবসা শুরু করতে পারেন সে ক্ষেত্রে অবশ্যই কিন্তু নিচের দেওয়া ঠিকানায় যোগাযোগ করে নিতে পারেন। এখানে অত্যন্ত সুলভ মূল্যে মেশিন সহ অন্যান্য জিনিস সহজেই সংগ্রহ করে নেবেন। পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে ইনস্টলেশন থেকে শুরু করে টেকনিশিয়ানের কাছ থেকে প্রশিক্ষণ সবকিছুই আপনারাই ইউনিট থেকে পেয়ে যাবেন।
INDIAN MACHINERY.
Sodepur, prajatantrapally.
Kolkata
Contact : 8597204256/9748205909.











