







নিজস্ব প্রতিবেদন: পাঠক বন্ধুদের মধ্যে বর্তমান সময়ে দাঁড়িয়ে বহু মানুষ রয়েছেন যারা নিজস্ব একটি বাড়ি কেনার আগ্রহ প্রকাশ করেছেন। যেহেতু এখন কর্মব্যস্ত জীবনে দাঁড়িয়ে সাধারণ মানুষের পক্ষে আর সময় নিয়ে বাড়ি তৈরি করাটা সম্ভব নয় তাই এই রেডিমেড বাড়ি হল প্রধান আর শেষ ভরসা। তবে সেটা যদি ভালো লোকেশনে না হয়ে থাকে তাহলে কিন্তু সমস্যার বিষয় রয়েছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে কলকাতা এয়ারপোর্টের খুব কাছেই একটা দারুণ লোকেশনে আপনাদের বাড়ি বিক্রি সম্পর্কে জানাবো। যারা সম্প্রতি বাড়ি কেনার কথা চিন্তা-ভাবনা করছেন আমাদের এই প্রতিবেদনটা কিন্তু ভুল করেও মিস করবেন না।
আজকে আমরা যে বাড়িটি দেখাবো সেটা ১ কাঠা ১০ ছটাক জমির উপর অবস্থিত। এই বাড়িটিতে রয়েছে দুটি বেডরুম, একটি বাথরুম, একটি কিচেন, একটি ডাইনিং রুম এবং একটি বেলকানি। দোতলার ফাউন্ডেশন করা হয়েছে বাড়িটিতে। খুব সুন্দর ভাবে কালার কম্বিনেশন করে বাড়িটির ভেতরে আর বাইরে রং করা হয়েছে। মেঝেতে রয়েছে মার্বেলের ফিনিশিং এবং রান্নাঘর আর বাথরুমে খুব সুন্দর ভাবে ওয়াল আর ফ্লোর টাইলস বসানো রয়েছে। জল বা ইলেক্ট্রিসিটির কানেকশনও কিন্তু আপনারা এখন থেকেই বাড়িতে পেয়ে যাবেন। বাথরুমের সমস্ত আধুনিক ব্যবস্থা করা আছে আর গিজার লাগানো আছে।




একতলা এই বাড়িটি কর্নার প্লটে অবস্থিত। সব থেকে বড় ব্যাপার বাড়িটির সামনে ১২ ফিটের চওড়া রাস্তা রয়েছে তাই যে কোন গাড়ি সহজেই প্রবেশ করতে পারবে। দুর্দান্ত এই বাড়িটির লোকেশন হল মধ্যমগ্রাম। শ্রীনগর টোটো স্ট্যান্ডের কাছে এটি অবস্থিত। এবার আসুন বাড়িটির যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তৈরি করা যাক।।




এখান থেকে মাত্র ৮ কিলোমিটার এর মধ্যে আপনারা পেয়ে যাবেন কলকাতা এয়ারপোর্ট। পাশাপাশি যশোর রোড পেয়ে যাচ্ছেন ১.১ কিলোমিটার এর মধ্যে। এছাড়াও মধ্যমগ্রাম স্টেশান এখান থেকে মাত্র ২.২ কিলোমিটার এর মধ্যে অবস্থিত। দুর্দান্ত লোকেশনে অবস্থিত এই বাড়িটির দাম রাখা হয়েছে ৩০ থেকে ৪০ লক্ষ টাকার মধ্যে। অর্থাৎ আপনার বাজেট যদি এই টাকার অঙ্কের মধ্যে থাকে তাহলে সহজেই এই বাড়িটি কেনার জন্য আপনারা এগিয়ে আসতে পারেন।
ভালো লোকেশন এর মধ্যে দুর্দান্ত ডেকোরেশন সহ এরকম বাড়ি কিন্তু আপনারা আর চট করে পাবেন না।। তাই যারা সম্প্রতি বাড়ি তৈরি বা কেনার কথা চিন্তাভাবনা করছেন তাদের কিন্তু এই সুবর্ণ সুযোগ ভুল করেও হাতছাড়া করা উচিত নয়। একজন আগ্রহী ক্রেতা হিসেবে আপনারা চাইলে নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন।
Contact : 8101296304/7003832068.











