







নিজস্ব প্রতিবেদন: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা! তারপরেই চলতি বছরের 18 ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার, দেশের প্রতিটি জায়গাতেই জাকজমক সহকারে পালিত হবে মহা শিবরাত্রি। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। বিভিন্ন শাস্ত্র অনুযায়ী,এই ব্রত পালন করলে সমস্ত ব্রত পালনের ফল লাভ হয়। নিষ্ঠা ভরে এই দিন দেবাদিদেব মহাদেবকে ডাকলে তিনি সন্তুষ্ট হন।
ভোলানাথ বড়ই সহজ সরল। তিনি একটি বেল পাতাতেই তুষ্ট। তবে এই বেলপাতা অর্পণের কিন্তু কিছু বিশেষ নিয়ম রয়েছে যা হয়ত আপনাদের অনেকেই জানেন না। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই সমস্ত নিয়মগুলি সম্পর্কেই আপনাদের বিশদে বলবো। এই নিয়মগুলি মেনে বেল পাতা অর্পণ না করলে কিন্তু আপনার সংসারে ঘোর অমঙ্গল নেমে আসতে পারে।
১) ফাল্গুন মাসে কিন্তু চট করে বেল পাতা পাওয়া যায় না। তাই এই সময় অত্যন্ত যত্ন সহকারে আপনাকে বেল পাতা খুঁজে তা দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে হবে।ছেঁড়া ফাটা বেলপাতা যেন ভুলেও তার মধ্যে না থাকে সেদিকে একটু বিশেষভাবে লক্ষ্য রাখবেন।




২) বেলপাতা নিবেদনের আগে আপনাকে অবশ্যই একটা বিশেষ কাজ করতে হবে। ভালোভাবে বেল পাতাগুলোকে ধুয়ে নিয়ে এর উপরে চন্দন দিয়ে ‘রাম’ অথবা ‘ওম নমঃ শিবায়’ লিখে নেবেন। এটি খুবই মঙ্গলজনক।।
৩) সব সময় বেলপাতাগুলো উল্টো করে শিবলিঙ্গের উপর অর্পণ করতে হবে। এই কথাটি অবশ্যই মাথায় রাখবেন যে,পাতার মসৃণ দিকটি যেন শিবলিঙ্গের ওপর থাকে।




৪) যেহেতু এই সময় খুব একটা ভালো বেলপাতা পাওয়া যায় না তাই আপনারা একটা কাজ করতে পারেন।একবার ব্যবহৃত বেলপাতা ভালোভাবে গঙ্গা জলে ধুয়ে নিয়ে আবার মহাদেব’কে অর্পণ করতে পারেন।
৫) যখন বেলপাতা তুলবেন তখন কিন্তু ভুল করেও ডাল ভেঙে আনবেন না। ডাল থেকে ধীরেসুস্থে পাতাগুলোকে তুলবেন।
৬) গাছ থেকে বেল পাতা তোলার আগে এবং পরে অবশ্যই একবার বেল গাছকে ভালোভাবে প্রণাম করে নেবেন। এটি খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে।











