নিজস্ব প্রতিবেদন :-আমাদের এই দেশ ভিন্ন ঋতুর সমাহারে তৈরি ।কখনো প্রখর গ্রীষ্ম যেমন নাজেহাল করে দেশবাসীকে ঠিক তেমনি কখনো শীতের আমেজ এক মনোরম ,রোমাঞ্চকর পরিবেশ গড়ে তোলে। কখনো আবার ভারী বর্ষা ভাঁজ ফেলে কপালে । এবছর বর্ষা কোথাও কোথাও একটু বেশি ভাঁজ ফেলেছে কপালে । বন্যার রীতিমতো ভাসিয়ে নিয়েছে দেশের ভিন্ন শহর থেকে গ্রামকে। ঘরছাড়া করেছে হাজার হাজার মানুষকে। সব বৃষ্টি আনন্দের হয় না । কখনো কখনো সেটা রাতের ঘুম ও কেঁড়ে নেয়।
শুধু যে মানুষজন কে ঘর ছাড়া করে তা কিন্তু নয় , রীতিমতো চরম বি-প-দে-র মুখে ফেলে রাস্তার পশু থেকে গৃহপালিত পশু দের । সম্প্রতি তেলেঙ্গানা এর একটি গ্রামের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা দেখা যায় । ভেসে যায় বহু ঘর । দিশেহারা অনেক মানুষ । কিন্তু তারই মধ্যে উদয় হয়েছে মানবিকতা । আরো একবার প্রমান হলো যে
” সবার উপর মানুষ সত্য”
সম্প্রতি তেলেঙ্গানা তে ভেসে যাওয়া ওই এলাকাতে দেখা যায় এক পুলিশকর্মী কে উদ্ধার কাজে । ব্যাপার টা প্রাথমিক ভাবে শুনে খুব স্বাভাবিক মনে হলেও বাস্তবে এ এক নজিরবিহীন ঘটনা । দেখা যায় সেই পুলিশকর্মী এক গলা জলে দাঁড়িয়ে উদ্ধার করেছে কোনো মানুষকে নয়, বরং একটি কুকুর কে ।
কুকুরটি আটকে পরে একটি ছোট জায়গাতে পারাপার এর জায়গাতে বইছে গলা অবধি জল । সেই পরিস্থিতি কে মাথায় রেখে একটা JCB এর সামনের অংশের সাহায্যে নিয়ে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে এক পুলিশকর্মী । মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে। ওই পুলিশকর্মীর প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসী সহ দেশের বহু মানুষ । এখনো যে দেশে মানবিকতা বেঁচে আছে তার শ্রেষ্ট নিদর্শন দিলেন এই পুলিশকর্মী ।