







নিজস্ব প্রতিবেদন: গাছ লাগাতে কমবেশি সকলেই খুবই পছন্দ করে থাকেন। বাড়িতে যে কোন গাছ লাগালে যেমন সৌন্দর্য বৃদ্ধি হয় ঠিক তেমনভাবেই কিন্তু বহু পজিটিভ এনার্জি বাড়ীর মধ্যে থাকে এবং পরিবেশ ও সুন্দর থাকে। তবে এমন কিছু গাছ রয়েছে যেগুলো ভুল করেও বাড়িতে লাগানো উচিত নয়। কারণ এই গাছগুলি থেকে এতটাই নেগেটিভ এনার্জি বিকিরিত হয় যে বাড়িতে নানান রকমের সংকট নেমে আসে। অবশ্যই আপনাদের এই গাছগুলি সম্পর্কে জেনে রাখাটা প্রয়োজন। চলুন তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি শুরু করা যাক।
ভুল করেও বাড়িতে লাগাবেন না যে সমস্ত গাছ:
১)বনসাই গাছ :
সাধারণত বাড়িতে সৌন্দর্য বৃদ্ধির জন্য এই গাছ অনেকেই লাগিয়ে থাকেন। তবে এই গাছ পরিবারের চরম আর্থিক সংকট ডেকে আনে। তাই কখনোই সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু ভুল করেও পারিবারিক বিপদ ডেকে আনবেন না।




২) খেজুর গাছ:
কমবেশি অনেকেই কিন্তু বাড়িতে খেজুর গাছ লাগিয়ে থাকেন। তবে বাস্তুশাস্ত্র মতে কিন্তু এই গাছ একেবারেই শুভ নয়। তাই ভুল করেও এই গাছ বাড়িতে কখনো লাগাবেন না এবং যদি আগে থেকে লাগানো থাকে তাহলে দ্রুত সেটাকে কেটে ফেলার ব্যবস্থা করুন।।




৩) কাটা জাতীয় গাছ বা ফণীমনসা:
বাড়ির আশেপাশে কিন্তু ভুল করেও কখনো ক্যাকটাস বা ফনীমনসা জাতীয় গাছ লাগাবেন না। অনেকেই সৌন্দর্য বৃদ্ধির জন্য এই গাছ বাড়িতে লাগিয়ে থাকেন। তবে এই গাছ কিন্তু আর্থিক সংকট এবং পারিবারিক বিপর্যয় ডেকে নিয়ে আসে। তাই বাড়ির আশেপাশে যদি এই গাছ থাকে তাহলে দ্রুত সরিয়ে ফেলুন।




৪) বট বা অশ্বত্থ গাছ :
বাস্তুশাস্ত্র মতে এই গাছ বাড়িতে রাখা কিন্তু একেবারেই শুভ নয়। তাই কখনোই ভুল করেও বাড়িতে বট বা অশ্বত্থ গাছ রাখবেন না। তবে পাঠকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি অনেক সময় মন্দিরে কিন্তু এই গাছ দেখতে পাওয়া যায়। যেহেতু মন্দিরের জন্য এই গাছ শুভ তাই চিন্তার কোন কারণ নেই।











