







নিজস্ব প্রতিবেদন: বিশেষ কিছু কারণে অনেক সময় কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই দাঁতে যন্ত্রণার সমস্যা লক্ষ্য করা যায়। আচমকাই হওয়া এই যন্ত্রণার হাত থেকে রেহাই পাওয়ার জন্য আপনারা হয়তো নানান ধরনের টিপস ট্রাই করে থাকেন। অনেকেই ডাক্তারের পরামর্শ নেন এবং বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের এই সমস্যার সম্পূর্ণ ঘরোয়া সমাধান করতে চলেছি যার কোন রকমের পার্শ্বপ্রতিক্রিয়া নেই। চলুন তাহলে সময় নষ্ট না করে আমাদের আজকের এই প্রতিবেদনটির মূল পর্বে যাওয়া যাক এবং দাঁতের যন্ত্রণার হাত থেকে রেহাই পাওয়ার জন্য দেখে নেওয়া যাক কিছু বিশেষ কার্যকরী টিপস।
দাঁতের যন্ত্রণা কমাতে বিশেষ কিছু টিপস:
১) প্রথমেই আপনাদের একটা শুকনো খোলায় কিছুটা পরিমাণ লবঙ্গ আর গোলমরিচ নিয়ে নিতে হবে। কিছুক্ষণ এটাকে হালকা ভেজে নিয়ে নামিয়ে ঠান্ডা করে নিন। তারপর মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে ফেলুন। এবার এখান থেকে সামান্য একটু পাউডার নিয়ে তাতে লবণ মিশিয়ে ভালো করে ব্রাশ করে নিন। তবে ব্রাশ না করে তাদের যে জায়গায় যন্ত্রণা হচ্ছে সেখানে যদি একটু লাগিয়ে নেন তাহলেও কিন্তু কমে যাবে।




২) দ্বিতীয় পদ্ধতিতে একটা পাত্রের মধ্যে আপনাকে কিছুটা পরিমাণ জল নিয়ে নিতে হবে। এবার একটা গোটা ফিটকিরি নিয়ে জলের মধ্যে ডুবিয়ে দেবেন। ৫ থেকে ১০ মিনিট জলের মধ্যে ফিটকিরি ডুবিয়ে রাখার পর সেটাকে বের করে এই জলটা দিয়ে আপনারা দিনের মধ্যে চার থেকে পাঁচ বার কুলকুচি করে দিলেই দেখবেন দাঁতের সমস্ত ব্যথা কমে গেছে।
৩) তৃতীয় পদ্ধতিতে আপনাদের কিছুটা পরিমাণ রসুন নিয়ে সেটাকে গ্রেট করে নিতে হবে। তারপর এই রসুনের গ্রেট করা অংশের মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, এক চিমটি লবণ মিশিয়ে নিন। দাঁতের যে অংশে যন্ত্রণা হচ্ছে সেখানে এই মিশ্রণটা একটু লাগিয়ে নিলেই দেখবেন অল্প সময়ের মধ্যে আপনারা ব্যথার হাত থেকে রেহাই পেয়ে যাবেন।




৪) দাতের গোড়ায় অতিরিক্ত যন্ত্রণা হলে আপনারা কোন ঝাঁঝালো টুথপেস্ট যেমন ডাবর রেড পেস্ট চেপে ধরতে পারেন তাহলেই কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ব্যাথার হাত থেকে রেহাই পাবেন।
৫) এই পঞ্চম টিপসটি যাদের অতিরিক্ত ঠান্ডা লাগে তারা অবশ্যই করতে পারবেন না। এতে আপনাদের একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিতে হবে। তারপর এতে কয়েক টুকরো বরফ দিয়ে জলটাকে খুব ঠান্ডা করে নিন এবং সেটা দিয়ে কুলকুচি করুন।। তাহলেই দেখবেন খুব সহজে ব্যথা দূর হয়ে গিয়েছে।
৬) এবার চলে আসা যাক আমাদের প্রতিবেদনের একেবারে সর্বশেষ টিপসে। এই পদ্ধতিতে আপনাদের কিছু পরিমাণ পেয়ারা পাতার প্রয়োজন হবে। একটা পাত্রে কিছুটা পরিমাণ জল গরম করে নিয়ে ভালোভাবে পেয়ারা পাতা ধুয়ে এতে দিয়ে দিন। দুই থেকে তিন মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে দিন। গ্যাস অফ করে জলটাকে ঠান্ডা করে কুলকুচি করুন। দেখবেন কোন রকম ব্যথার চিহ্নমাত্র থাকবে না। প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আপনাদের কাছে।











