নিজস্ব প্রতিবেদন :-ক্রিকেট জগতের এক উজ্জ্বল নক্ষত্রের নাম হল মহেন্দ্র সিং ধোনি । ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে ধোনির ফ্যান নেই এ কথাটা ভুল । আট থেকে আশি সকলেই ভক্ত ভারতীয় প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির । ধোনির সম্পর্কে নতুন কিছু করে বলার আর অবকাশ থাকে না। তবুও তার জীবন নিয়ে তৈরি একটি ছবি MS dhoni ” তে দেখা গিয়েছিল তার পরিশ্রমের জীবনযাত্রা । শুধুমাত্র ক্রিকেটকে ভালোবেসে আত্মত্যাগ করেছে বহু শখের জিনিস। তার কাছে ক্রিকেটে আগে অন্য কিছু নয় । তাই প্রাণভরে উজাড় করে দিয়েছি নিজেকে ক্রিকেটে। ঠিক তেমনি পেয়েছে তার ফল। মিলেছে বহু ভালোবাসা ,সম্মান, শ্রদ্ধা ।
সম্প্রতি বেশ কিছুদিন আগে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছেন । কিছুটা সময়ের জন্য শোকের ছায়া নেমে এসেছিল অনুগামী মহলে। এবার প্রায় দেড় বছর পর ফের ব্যাট হাতে মাঠে ফিরলেন মাহি । উঁচিয়ে গেলেন একের পর এক ছয় । আইপিএলের চতুর্থ ম্যাচে রাজস্থান রয়েলসের সাথে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস । চেন্নাই সুপার কিংসকে ছুঁড়ে দেয় ২১৭ রান এর একটা বড়সড় টার্গেট রাজস্থান রয়েল । তবে এটা মনে রাখা দরকার ছিল তাদের বিপরীত টিমে আছে মহেন্দ্র সিং ধোনির মতন একটি প্লেয়ার। যেকোনো সময় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই মানুষটি ।এমনটাই বিশ্বাস তার অনুগামীদের ।
সেই রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও মাঝের দিকে রানের গতি কমে যায় চেন্নাইয়ের। পরে ডু প্লেসিস এবং ধোনি চেষ্টা করেও ম্যাচ বাঁচাতে পারেননি। ডু প্লেসিস 7 টি ছয় এবং ১ টি চারের সহযোগে ৭২ রান করেন মাত্র ৩৭ বল খেলে। ম্যাচের অনেক পরে ব্যাট করতে নামে ধোনি । তার ব্যাট থেকে বের হচ্ছিল না সে আগের মতন শক্তি।
অনেকে ভাবছিল হয়তো দীর্ঘদিন প্র্যাকটিস এর অভাবে আর সেই গতিতে নেই। মহেন্দ্র সিং ধোনি তবে এই ঘটনাকে সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করে দিল যখন টম কুরাণ কে পরপর তিনটে ৬ মারল মহেন্দ্র সিং ধোনি। তার মধ্যে একটি ছয় এ বল স্টেডিয়াম পেরিয়ে একদম রাস্তায় পথ চলতি এক মানুষ তার বলটি পেয়েছেন এবং সে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করছেন।
ম্যাচের শেষে ধোনি কে জিজ্ঞেস করা হয় যে কেন তিনি শেষের দিকে নামছে উত্তরে তিনি জানান ইয়ং প্লেয়ারদের কে সুযোগ করে দেয়া হচ্ছে যাতে তারা ক্রিকেট নিজেদেরকে মেলে ধরতে পারে। শেষের দিকে সিনিয়র প্লেয়াররা দায়িত্ব অবশ্যই নেবেন। এর পাশাপাশি ম্যাচ হারার কারন জিজ্ঞেস করলে তিনি শেষ ওভারে লুঙ্গি এনগিডির করা দুটি নো বলকে দায়ী করেন। তিনি বলেন ” ব্যাটসম্যান কেমন খেলবে তার উপরে কিছু করার থাকেনা বোলারদের। কিন্তু নিজের উপর কন্ট্রোল রাখা দরকার যাতে কোনো নো বল না হয়। যদি রানটা দু’শ এর মধ্যে থাকত তাহলে ফলাফল অন্যরকম হতে পারত।”
He's one lucky man.
Look who has the ball that was hit for a six by MS Dhoni.#Dream11IPL #RRvCSK pic.twitter.com/yg2g1VuLDG
— IndianPremierLeague (@IPL) September 22, 2020