মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেট জগতের ইতিহাসে এক অন্যতম সফল ব্যাটসম্যান। তাঁর ব্যাটিংয়ে জাদুতে মুগ্ধ নন এমন ভারতীয়ের দেখা মেলা দু-ষ্ক-র। সম্প্রতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে তাকে খেলতে দেখার কথা ছিলো। এই ব্যাটসম্যানের অগুনতি অনুরাগী ছড়িয়ে রয়েছে দেশের বাইরেও। কিন্তু এবার আর দেশের জার্সি গায়ে খেলতে দেখা যাবে না ধোনিকে। স্বাধীনতা দিবসের দিনে অবসরের ঘোষণা করলেন ধোনি।
তিনি চেয়েছিলেন তাঁর অবসর ঘোষণার দিনটি স্মরণীয় হয়ে থাকুক তাই তিনি অবসর ঘোষণা করলেন ৭:২৯ মিনিটে। তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরি তে লিখেছেন, “এবার থেকে আমাকে ৭:২৯ মিনিটে অবসরপ্রাপ্ত হিসেবে আপনারা বিবেচনা করবেন।”ধোনির এই ঘোষণায় আশা-হত হয়েছেন তার কোটি-কোটি অনুরাগী। সোশ্যাল মিডিয়ায় বারবার তাকে বিদায়ী শুভেচ্ছা জানানো হচ্ছে। দুঃখে ভারাক্রান্ত তার কোটি কোটি ফ্যানের হৃদয়।
এবার ভাইরাল হলো ধোনির নিজের গলায় গাওয়া একটি গানের ভিডিও। দেশের জার্সি গায়ে থাকে শেষবার দেখা গিয়েছিল 2019 সালের বিশ্বকাপের সেমিফাইনালে। রান আউট হয়ে সেই যে তিনি অশ্রু জলে ভিজে মাঠ থেকে বেরিয়ে ছিলেন তারপর আর ফেরেননি ক্রিজে। তারপরেই ভারতীয় সেনার লেফটেন্যান্ট কর্নেল এম এস ধোনি গিয়েছিলেন আর্মি ক্যাম্পে ট্রেনিংয়ের জন্য। সেখানে গিয়েই তিনি সেনার পোশাকে গেয়েছিলেন ‘ম্যায় পল দো পল কা শায়র হু’।
ধোনির ইনস্টাগ্রাম পোস্টে এই ভিডিওটি দেখা গিয়েছে। কোনরকম আড়ম্বর , জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ছাড়াই শুধুমাত্র ইনস্টাগ্রামের পোস্টেই অবসর ঘোষণা করেন মহেন্দ্র সিং ধোনি। তার এই সামরিক পোশাকে গাওয়া গানের ভিডিওটি দেখে আবেগে ভেসেছে তাঁর কোটি কোটি ভক্ত। এমনিতেই সেনা জওয়ান দের প্রতি ধোনির প্রবল আকর্ষণ এর কথা সকলেরই জানা আছে। তিনি বারবারই তার গ্লাভস, টুপি, ব্যাট প্রতিটিতে ভারতীয় সেনার প্যারা-কমান্ডো দের বলিদান ব্যাচ ব্যবহার করেন।