আপনাকে খুঁজবে কাস্টমার! খুবই অল্প ইনভেস্টে শুরু করুন এই দুর্দান্ত ব্যবসা, লাভ হবে ধারণার বাইরে

নিজস্ব প্রতিবেদন: জীবিকা নির্বাহ করার জন্য ব্যবসা হল একটি সর্বসেরা মাধ্যম। ব্যবসা ছাড়া কখনোই কিন্তু একটা ভালো উপার্জনের ক্ষেত্রে প্রস্তুত করা সম্ভব নয় আজকালকার যুগে। বিশেষ করে যেহেতু এখন সরকারি আর বেসরকারি দুটো চাকরি পাওয়ায় সাধারণ মানুষের কাছে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে।

একজন মধ্যবিত্ত সাধারণ মানুষ হিসেবে যদি আপনি ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাহলে আজকের এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে ফেলুন। মাত্র ১৫ হাজার টাকায় আজ ব্যবসা শুরু করার কথা আপনাদের বলব যেখান থেকে প্রতি মাসে ৫০ হাজার টাকারও বেশি আপনার উপার্জন করে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন।

আজ আমরা আপনাদের বলব বিভিন্ন নমকীন জাতীয় খাদ্য সামগ্রী যথা চানাচুর,ভুজিয়া প্রভৃতি তৈরির ব্যবসার কথা। এই সমস্ত খাবারগুলো কিন্তু আমাদের দৈনন্দিন খাবারের মধ্যে পড়ে এবং বাচ্চা থেকে বড় সকলেই খেতে পছন্দ করে থাকে। বাড়িতে অতিথি আসলেও কিন্তু প্রাথমিকভাবে এই খাবারগুলো পরিবেশন করা হয়ে থাকে। সুতরাং আপনারা যদি এই ব্যবসা শুরু করেন সেক্ষেত্রে কিন্তু কাস্টমার নিজে থেকেই আপনার কাছে এসে জিনিস কিনে নিয়ে যাবে।

ঘরে বসে বিক্রি ছাড়া আপনাকে আর অন্য কোন কাজ করতে হবে না। যদি আপনারা মনে করেন প্রোডাক্ট উৎপন্ন করতে গেলে মেশিন এবং অন্যান্য জিনিসের জন্য আপনাদের খুব বেশি খরচ পড়ে যাচ্ছে যেটা আপনাদের সাধ্যের বাইরে সেক্ষেত্রে কিন্তু ডিলারশিপ নিয়েও আপনারা কাজ শুরু করতে পারেন। কোন একটি নির্দিষ্ট কোম্পানির কাছ থেকে আপনার ডিলারশিপ নিতে গেলে খরচ পড়বে 15000 টাকা। এই টাকার মধ্যে আপনারা এক বছরের ডিলারশিপ পেয়ে যাবেন যেটা গোটা বছর পরে রিনিউয়াল করা হবে।

ডিলারশিপ নেওয়ার পরে সরাসরি আপনারা কোম্পানি থেকে সমস্ত পণ্য কিনে নিজেদের বাড়িতে অথবা দোকানে বিক্রি করতে পারবেন। দোকান করতে পারলেই বেশি ভালো হয় কারণ সেক্ষেত্রে ক্রেতারা বেশি ভাবে আপনাদের সাথে সংযুক্ত হতে পারবেন। সব সময় চেষ্টা করবেন বাজারের এমন জায়গায় দোকান করার যেখানে সব থেকে বেশি মানুষজনের সমাগম রয়েছে।

অর্থাৎ কোনরকম মেশিন ছাড়াই ডিলারশিপ নিয়ে যেহেতু আপনারা ব্যবসার কাজ শুরু করে দিতে পারছেন তাই এটাকে মধ্যবিত্ত সাধারণ মানুষের জন্য একেবারে উপযোগী আইডিয়া বলা যায়। ডিলারশিপ নেওয়ার জন্য শুধুমাত্র আপনাদের আধার কার্ডের জেরক্স আর দুই কপি ফটোর প্রয়োজন হবে। আপনারা যদি একটু বড় পরিসরে ব্যবসা শুরু করতে চান সেক্ষেত্রে নিজেদের ব্র্যান্ড তৈরি করে মেশিন কিনেও কিন্তু এই সমস্ত জিনিস উৎপাদন করে সরাসরি বাজারে বিক্রি করতে পারেন।

সেক্ষেত্রে আলাদাভাবে আপনাদের প্যাকেজিং এর জন্য খরচ করতে হবে। ডিলারশিপ নিয়ে অথবা ম্যানুফ্যাকচারিং নিয়ে ব্যবসা শুরু করতে চাইলে আপনারা নিচের দেওয়া কোম্পানি ঠিকানায় যোগাযোগ করে নিতে পারেন। সমস্ত ধরনের সাহায্য এখান থেকেই আপনার উদ্দেশ্যে দেওয়া হবে।

Company information:
Sarbeswar Food products.
Panchdada,Avaynagar,palashipara,Nadia 741156.
Contact : 03471-249802,7585841779

Leave a Comment