এই সহজ পদ্ধতিতে পরিষ্কার করে নিন রান্নাঘরের টাইলস, নিমেষেই হবে নতুনের মতন চকচকে আর সাফ

নিজস্ব প্রতিবেদন: আজকাল অনেকেই কিন্তু বাড়ির রান্নাঘর অথবা বাথরুমে টাইলস বসিয়ে থাকেন। একটা নির্দিষ্ট সময়ের পর এই টাইলস কিন্তু আর নতুনের মত অবস্থায় থাকে না। তেল এবং মসলার কারণে রান্নাঘরের টাইলসে‌ প্রায়ই এক ধরনের কালচে দাগ এবং তেলচিটে ভাব লক্ষ্য করা যায়। অনেকেই হয়তো বাজার চলতি নানান ধরনের জিনিস দিয়ে এই তেল চিটচিটে ভাব সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে এই সমস্ত ঝামেলা না করে ‌ আপনারা কিন্তু বাড়িতেই সহজ কিছু উপকরণের সাহায্যে রান্নাঘরের টাইলস একেবারে নতুনের মতন পরিষ্কার করে ফেলতে পারেন। চলুন তাহলে সময় নষ্ট না করে আজকের এই প্রতিবেদনটা শুরু করা যাক।

প্রয়োজনীয় উপকরণ:

১) লেবুর রস
২) ২টেবিল চামচ লবণ
৩) ২ টেবিল চামচ বেকিং সোডা
৪) উষ্ণ গরম জল

রান্নাঘরের টাইলস পরিষ্কার করার জন্য আপনাদের প্রথমে একটা বড় পাত্র নিয়ে তার মধ্যে লেবুর রস বের করে নিতে হবে। অবশ্যই পাতি লেবু ব্যবহার করবেন। তারপর এই লেবুর রসের মধ্যে লবণ আর বেকিং সোডা ভালোভাবে মিশিয়ে এতে উষ্ণ গরম জল যোগ করে দিন ১ লিটার পরিমাণে। তারপর ভালোভাবে এই দ্রবণটাকে মিশিয়ে একটা স্প্রে বোতলে ভরে রান্না ঘরের টাইলসের ভালো করে স্প্রে করুন।ভালোভাবে টাইলসের উপর এই মিশ্রণটা স্প্রে করার পরে একটা সফট স্ক্রাবার দিয়ে ভালোভাবে আপনাকে কিছুক্ষন ঘষে নিতে হবে। যদি খুব বেশি ময়লা থাকে তাহলে একটু শক্ত স্ক্রাবার বা স্টিলের কিছু নিতে পারেন। তারপর ভালোভাবে জল দিয়ে সবশেষে ধুয়ে নিলেই কিন্তু টাইলস একেবারে নতুনের মতন পরিষ্কার হয়ে যাবে।

Leave a Comment