







নিজস্ব প্রতিবেদন: আমাদের যাদের বাড়িতে বেসিন রয়েছে তারা কিন্তু প্রায় সময় বেসিনের মধ্যে জল আটকে যাওয়ার সমস্যার ভুক্তভোগী হয়েছেন। অনেক গৃহিনীরাই আছেন যারা কাজের সময় এই ধরনের অসুবিধার কারণে বেশ সমস্যায় পড়ে থাকেন। তাই আজ আমরা নিয়ে চলে এসেছি একটি বিশেষ প্রতিবেদন যার সাহায্যে খুব সহজেই কিন্তু বন্ধ হয়ে যাওয়া বেসিন পরিষ্কার করে নেওয়া যাবে। আর খুব বেশি ঝামেলাও কিন্তু আপনাদের ভোগ করতে হবে না। আশা করছি এই প্রতিবেদনটা আপনাদের অনেকটাই কাজে লাগবে।




লক্ষ্য করে দেখবেন বেসিনের একপাশে একটা ছোট ছিদ্র থাকে সেটাকে টিস্যু পেপারের সাহায্যে বন্ধ করে ফেলুন। তারপর আপনাকে প্লাস্টিকের বোতলের সাহায্যে বেসিন পরিষ্কার করতে হবে। কিন্তু কিভাবে? প্রথমেই একটা বড় জলের বোতল নিয়ে সেটার কিছুটা অংশ খালি রেখে বাকিতে জল ভরে নিন। যদি বেসিনের মুখ অনেকটাই বড় হয় তাহলে বোতলের মুখটাও কিন্তু একটু বড় নেওয়ার চেষ্টা করবেন তাহলে কাজের সুবিধা হবে। তারপর এই অর্ধেক জল ভর্তি বোতলটাকে বেসিনের ঠিক মুখের কাছে নিয়ে গিয়ে আপনাকে উল্টে দিতে হবে।
তারপর আস্তে আস্তে এমন ভাবে প্রেস করতে হবে যাতে বোতল থেকে জল সরাসরি বেসিনের মুখ দিয়ে পাইপের মধ্যে চলে যায়। কিছুক্ষণ এভাবে করার পরেই কিন্তু জলের প্রেসারের কারণে খুব সহজেই পাইপের মুখ পরিষ্কার হয়ে যাবে আর বন্ধ হয়ে যাওয়া বেশি নিমেষেই ঠিক হয়ে যাবে। কোন রকমের অতিরিক্ত উপকরণ ব্যবহার না করেই আপনারা বাড়িতে সহজ পদ্ধতিতে চটজলদি এই টিপসটা ট্রাই করে দেখতে পারেন। কেমন লাগলো আজকের এই বিশেষ প্রতিবেদন তা অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।











