লাদাখ ইস্যুকে কেন্দ্র করে বারবার মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন রাহুল গান্ধী । ফের ট্যুইট করে আক্রমন করলেন নরেন্দ্র মোদীকে, তিনি ট্যুইট করে জানতে চান,” চীন আমাদের জমি দখল করেছে। সেই জমি কবে ফেরত নেওয়ার ব্যবস্থা করবে কেন্দ্রীয় সরকার? নাকি এটাও ভগবানের হাতে ছেড়ে দেওয়া হবে।”
দেশের অর্থনীতির টালমাটাল অবস্থা, জিডিপি -২৩.৯% কিছুদিন আগেই অর্থনীতির এহেন দশার কারণ হিসাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দৈবদূর্বিপাক কে দায়ী করেছেন, সেই সূত্র ধরেই কংগ্রেস নেতা কটাক্ষের সুরে ফের একবার কাঠগড়ায় তুললেন কেন্দ্রীয় সরকারকে।