নিজস্ব প্রতিবেদন :-গত পাঁচ মাসে ভারতের সাথে চীনের উ-ত্তে-জনা পরিবেশ বজায় রয়েছে। এর পাশাপাশি চীন ভারতের ওপর নজরদারি চালানোর জন্য ভারতবর্ষের পক্ষ থেকে বেশকিছু চাইনিজ অ্যাপ নি-ষি-দ্ধ করা হয়েছিল। ফলে একটি বড়োসড়ো আর্থিক ক্ষ-তি-গ্রস্ত মুখোমুখি হয়েছি চীন । কিন্তু তাতেও শান্ত থাকেনি । সীমান্তে একের পর এক কর্মকাণ্ড করে গেছে। এর ফলে দুই দেশের সীমান্তে বেড়েছে সেনার সংখ্যা। বেড়েছে যু-দ্ধে-র আবহাওয়া ।সীমান্ত গ্রাম গু-লি আ-ত-ঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তবে তার আর বেশিদিন কাটাতে হবে না আ-ত-ঙ্কে দিন ।
সবথেকে শক্তিশালী, নির্ভরযোগ্য ক্ষে-প-ণা-স্ত্র পাঠানো হলো ভারত-চীন সীমান্তে ।১০০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যভেদ করতে পারে এই মিসলিলটির নাম” নির্ভয় ক্রুজ মিসাইল”। যা তৈরি হয়েছে এই দেশে এ । মিসাইলটি শক্তি আমেরিকা সবথেকে শক্তিশালী মিসাইল এর সমসমান। রীতিমতো তিব্বতে চেনা ঘাঁটি গুঁ-ড়িয়ে দেওয়ার জন্য মোতায়েন করা হয়েছে এই মিসাইল।কি এমন বিশেষ বৈশিষ্ট্য আছে এই মিসাইলের যা কিনা ১০০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যভেদ করতে পারে। আসুন দেখে নেওয়া যাক।
এই মিসাইলের ক্ষ-ম-তা আমেরিকার বিখ্যাত টমহোক মিসাইলের সমান। এই মিসাইল লক্ষ্যে অবিচল থেকে নিশানা ভেদ করতে পারদর্শী। এই মিসাইলের প্রথম পরীক্ষণ ১২ মার্চ ২০১৩ তে হয়েছিল। এই মিসাইল ফায়ার করার পর সোজাসুজি আকাশে উড়ে যায়, এরপর অনেকখানি পথ অতিক্রম করে ৯০ ডিগ্রি কাত হয়ে লক্ষ্যের দিকে অগ্রসর হয়।এই মিসাইলকে ৬ মিটার দীর্ঘ আর ০.৫২ মিটার চওড়া বানানো হয়েছে।
এই মিসাইল ০.৬ থেকে ০.৭ ম্যাক গতিতে উড়তে পারে। এর সর্বাধিক ওজন ১ হাজার ৫০০ কেজি। আর এই মিসাইল সহজেই ১ হাজার কিমি পর্যন্ত লক্ষ্য ভেদ করতে স-ক্ষ-ম। ক্ষে-প-ণা-স্ত্র-টির জ্বা-লা-নির জন্য অ্যাডভান্স সিস্টেম ল্যাবরেটরির তৈরি একটি শক্ত রকেট মোটর বুস্টার ব্যবহার করা হয়েছে।এর আগে যদিও ভারতের সীমান্তে সবথেকে শক্তিশালী ট্যাঙ্কটি টি-৯০ মোতায়েন করা হয়েছিল। কিন্তু এই মি-সা-ই-ল মোতায়েন করার পর রীতিমতো ঘুম উড়েছে চীনের ।