







নিজস্ব প্রতিবেদন: মূল্যবৃদ্ধির বাজারে আজকাল মানুষ খুব একটা হেভি জুয়েলারি কিনতে পারেন না।যেভাবে দিন প্রতিদিন সোনার দাম ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে তাতে সত্যিই এটা সাধারণ মানুষের কাছে কতটা সমস্যার তা হয়তো আপনাদের আলাদা করে বলে দিতে হবে না। পাঠক বন্ধুদের মধ্যে কমবেশি সকলেই জানেন আজকাল মানুষ কিন্তু একটু বিকল্প জিনিসের চেষ্টা চালাচ্ছেন।। সরাসরি সম্পূর্ণ সোনা না কিনেও কিন্তু সোনার গয়না কেনা যেতে পারে।
সেই কারণেই আজকাল অনেক জিনিসের উপরে সোনার কারুকার্য করে সেগুলোকে বিক্রি করা হয়। এই যেমন ধরুন পলা রিং অথবা কোন বাঁধানো ডিজাইন। গিফট পারপাসে অথবা রেগুলার ইউজের জন্য আজ আমরা আপনাদের কিছু পলা রিং এর কালেকশন দেখাবো। খুবই নিখুঁতভাবে বিভিন্ন কাটিংয়ের উপর সোনার কারুকার্য করে এগুলোকে তুলে ধরা হয়েছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল।




১) প্রতিবেদনের শুরুতেই লাল রংয়ের কাটিংয়ের উপরে ওভাল শেপের নকশা করা একটা পলা রিং আপনাদের দেখাতে চলেছি। এটাকে আই প্যাটার্নও বলা যেতে পারে।১৩০০ টাকা মাত্র দাম পড়ছে এই ডিজাইনটার।
২) এবার যে দ্বিতীয় ডিজাইনটা আপনারা দেখতে চলেছেন সেটা চকলেট কালারের পলার উপর তৈরি করা হয়েছে। বিভিন্ন ধরনের নকশা করা রয়েছে এটার উপরে যার দাম পড়বে ২০৫০ টাকা।




৩) ব্রাইট রেড কালারের পলার উপরে ফ্লাওয়ার মোটিভ এর কাজের উপরে এই আংটিটা তৈরি করা হয়েছে। মাত্র ৩০০ মিলি ওজনের এই আংটিটির দাম পড়বে ২,৩৫০ টাকা।
৪) চকলেট ব্রাউন কালারের মধ্যে আরো একটা ডিজাইন আপনাদের দেখাবো। বেশ ইউনিক নকশার উপরে এই পলা রিং টাকে তুলে ধরা হয়েছে।২,৪৫০ টাকার মধ্যে এই ধরনের একটা ডিজাইন পেয়ে যাবেন।




৫) রয়্যাল ব্লু কালারের উপরে ফ্লাওয়ার ডিজাইন করে এই পলা রিং তৈরি করা হয়েছে।যেকনো অকেশন পারপাস এটা ব্যবহার করতে পারেন।২,৬০০ টাকা এই কালেকশন টার আনুমানিক মূল্য।
৬) চেরি রেড কালারের উপরে স্কয়ার শেপের কাটিং করে এই পলা বাঁধানো টা তৈরি করা হয়েছে। যাদের সামনে বিয়ে রয়েছে এই ধরনের একটা ডিজাইন ক্যারি করতে পারেন।২৬০০ টাকা খরচ করলেই এই ধরনের একটা ডিজাইন পেয়ে যাবেন।
৭) কালো রঙের উপরে ফ্লাওয়ার প্যাটার্ন এবং দুই ধারে বিভিন্ন নকশায় ডিজাইন করা রয়েছে এই পলারিং টার উপরে। ২,৬০০টাকার মধ্যে এই ডিজাইন টাও পেয়ে যাবেন।




৮) এবার কালচে মেরুন রংয়ের মধ্যে একটা সেডের পলা রিং আপনাদের দেখাবো। ফ্লাওয়ার এবং কলকার নকশা এটাতে কাজ করা হয়েছে। আনুমানিক মূল্য ২,৮০০ টাকা।
৯)ব্রাইট ব্লু কালার এর মধ্যে ফ্লাওয়ার এবং অন্যান্য বিভিন্ন কারুকার্য করা এই পলারিংটাও আশা করছি আপনাদের ভালো লাগতে পারে।২,৯০০ টাকার মধ্যে অকেশন পারপাসে পড়ার জন্য এই ধরনের একটা আংটি আপনারা তৈরি করতে পারেন।




১০) চলে আসলাম আমাদের প্রতিবেদনের একদম সর্বশেষ কালেকশনে। কালচে শেডের মধ্যে একটা কলকে প্যাটার্নের কাজ করা পলারিং আপনাদের দেখাতে চলেছি।২,৮৫০ টাকার মধ্যেই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন।
Senco jewellers & diamonds.
188,Bepin Behari Ganguly Street, Bowbazar, kolkata, West Bengal- 700012
Contact : 7595886848











