







নিজস্ব প্রতিবেদন: ৮ থেকে ৮০ সকল বয়সের মেয়েদের কাছেই কিন্তু সোনার গয়না বিশেষ পছন্দের। যদিও অনেকেই আছেন যারা মূল্যবৃদ্ধির বাজারে খুব একটা গয়না কিনতে পারেন না। তবে বিশেষ কোনো অকেশন থাকলে আর কোন বিকল্প নেই। আজ আমরা পাঠক বন্ধুদের উদ্দেশ্যে কিছু লেটেস্ট ডিজাইনের সোনার চোকারের কালেকশন দেখাবো। বিয়ে অথবা যে কোন অকেশন উপলক্ষেই কিন্তু আপনারা এগুলো পরিধান করতে পারবেন। অবশ্যই কিন্তু প্রতিবেদনটি ভালো লাগলে নিজেদের পরিচিত বন্ধুবান্ধবদের সঙ্গে তা শেয়ার করে নিতে ভুলবেন না।
১) প্রতিবেদনের শুরুতেই ফ্লাওয়ার ডিজাইনের একটা চোকার আপনাদের দেখাবো যেটার কন্ঠনালী বরাবর খুব সুন্দর মিনাকারি কাজ করা রয়েছে।কলকা ডিজাইনে এই ফ্লাওয়ারটা তৈরি করা হয়েছে। ১৩১৫০ টাকার মধ্যে এই সুন্দর ডিজাইন টা আপনারা পেয়ে যাবেন।




২) এবার কলকার ডিজাইনের উপর লাল সবুজ মিনাকারি করা আরও একটা কালেকশন আপনাদের সাথে শেয়ার করে নিতে চলেছি। এটাও কিন্তু একটা লেটেস্ট আর ইউনিক কালেকশন। যেকোনো অকেশানে আপনারা এটা পরিধান করতে পারবেন যার দাম পড়বে ১১,১২৫ টাকা।
৩) এবার যে তৃতীয় ডিজাইন টা আপনাদের দেখাতে চলেছি সেটা চারটে পেটালের উপর ফ্লাওয়ার ডিজাইন করে তৈরি করা হয়েছে। ৮,৮৬৬ টাকার মধ্যে এই ধরনের একটা সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন।




৪) এবার একটা বাটারফ্লাই ডিজাইন আপনাদের সাথে দেখাবো যেটা গায়ে হলুদের সময় বা বিয়ের দিন সকালে আপনারা ট্রাই করতে পারেন। এটার উপরেও রয়েছে মিনাকারি কাজ যার দাম পড়বে ১০,৪২০ টাকা।
৫) একটু চ্যাপ্টা ডিজাইনের মধ্যে বাটারফ্লাই এর কাজে তৈরি মিনাকারি চোকার আরো একটা আপনাদের দেখাতে চলেছি। এটাও একটা ইউনিক আর লেটেস্ট ডিজাইন।১১,০২২ টাকা এই কালেকশনটার ওজন পড়বে।




৬) একদম সরু ডিজাইনের মধ্যে তারের কাজ করা চোকার যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। এটাও ১১ হাজার টাকার আশেপাশের দামে পেয়ে যাবেন।
৭) একটু ঠাসা ওয়ার্কের মধ্যে বাটারফ্লাই এর কাজ করা চোকার নিতে চাইলে এটা শুধুমাত্র আপনাদের জন্য। ১১৫৮০ টাকার মধ্যেই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন।











