







নিজস্ব প্রতিবেদন: নারীদের কাছে সব থেকে মূল্যবান যদি কোন কিছু থেকে থাকে সেটা হল সোনার গয়না। সকল বয়সের মেয়েরাই কিন্তু সোনার গয়না পরতে খুবই পছন্দ করে থাকেন। আসলে গহনার প্রতি এই আকর্ষণ কিন্তু বহু যুগ ধরেই বর্তমান। তবে বিয়ের সিজন অথবা বিশেষ কোন দিনে এই চাহিদা যেন আরো ব্যাপকভাবে বেড়ে যায়। এই বিয়ের সিজনের কথা মাথায় রেখেই আজ আমরা আপনাদের দেখাবো কিছু লেটেস্ট নেকলেসের ডিজাইন।
১) আজকের প্রতিবেদনের শুরুতেই আপনারা যে নেকলেসের ডিজাইন টি দেখতে চলেছেন সেটা ফ্লাওয়ার মোটিভের সাথে খুব সুন্দরভাবে কলকা আর তারের কাজে তৈরি করা হয়েছে। বিয়ের দিন যারা একটু হালকা গয়না ট্রাই করতে চান এই নেকলেসের ডিজাইনটা পড়তে পারেন।




২) একটু ঠাসা ওয়ার্কের মধ্যে নেকলেস নিতে চাইলে এই ডিজাইন টা শুধুমাত্র আপনাদের জন্য।ম্যাট ফিনিশিং আর ঝিলের কম্বিনেশনে কলকার কাজ করা এই কালেকশনটা আশা করছি আপনাদের ভালো লাগবে।
৩) হাই পলিশের উপর এই নেকলেসটা তৈরি করা হয়েছে। খুবই নিখুঁতভাবে এখানে কলকার ডিজাইন তুলে ধরা হয়েছে।। যে কোন অকেশন পারপাস এই সুন্দর পাতার কাজ করা নেকলেস টা পড়তে পারেন।




৪) পেঁচানো ডিজাইনের উপর ম্যাট আর নিখুঁত ঝিলের কাজে এটাকে তৈরি করা হয়েছে। নেকলেসটির উপরে ধানের ছড়ার মতন ঝিলে কাটা কাজ এত দারুন ভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে বলে বোঝানো যাবে না।
৫) আমাদের প্রতিবেদনের ৫ নম্বরে যে ডিজাইনটা আপনারা দেখতে চলেছেন তাতে সম্পূর্ণ হাঁসুলি ডিজাইনের সাথে একধারে চেনের কাজ করা রয়েছে। রিসেপশনের দিন এরকম একটা ডিজাইন ট্রাই করতে পারেন।
৬) সম্পূর্ণ পাতার ডিজাইনের সাথে খাঁজ কাটা কাজ করে এই নেকলেস টা তৈরি করা হয়েছে। এত দারুন কাজ কিন্তু চট করে লক্ষ্য করা যায় না।




৭) অনেকটা পাতার মতন কাজের উপরে বালি ফস্টিং আর ঝিলের কাজে এই নেকলেস টা তুলে ধরা হয়েছে। একটু ইউনিক ডিজাইন পড়তে যারা পছন্দ করেন এই কালেকশনটা ট্রাই করে দেখতে পারেন।




৮) ২দিকে দু ধরনের ডিজাইনে এই নেকলেসটা তৈরি করা হয়েছে। একদিকে ফ্লাওয়ার এর কাজ এবং অন্যদিকে মিরর ফিনিশিংসহ পাতার কাজে এটি তৈরি হয়েছে। সাথে মানানসই কানের দুল থাকছে এবং এটা আপনারা যে কোন অকেশনে পড়তে পারবেন।
৯) চলে আসা যাক আমাদের প্রতিবেদনের সর্বশেষ ডিজাইনে। পাঁচটি ফ্লাওয়ার এর উপর তৈরি এই নেকলেসটা কিন্তু কম বয়সী মেয়েদের গলায় দারুন মানাবে। ভীষণ ইউনিক আর ক্রিয়েটিভ এই ডিজাইন টা ট্রাই করতে পারেন।











