







নিজস্ব প্রতিবেদন: সোনার তৈরির যে কোন গহনায় কিন্তু মানুষ অত্যন্ত পছন্দ করে থাকেন। আজ আমরা দেখাবো লেটেস্ট ডিজাইনের কিছু সোনার কানের দুলের কালেকশন। যারা সম্প্রতি গয়না কেনার কথা চিন্তা-ভাবনা করছেন এখান থেকে কিন্তু নিজেদের পছন্দের ডিজাইন বেছে নিতে পারেন।
১) প্রতিবেদনের শুরুতেই একটা চাঁদবালির ডিজাইন করা কানের দুল আপনাদের দেখাতে চলেছি যেটার মধ্যে পাতার কাজ করা রয়েছে। ভীষণ সুন্দর আর গ্লসি ডিজাইন হল এটা।




২) এবার যে ডিজাইন টা দেখাতে চলেছি সেটা অনেকটা তারের পাশাপাশি ফ্লাওয়ার মোটিভে তৈরি করা হয়েছে। ২৭,৩৬৮ টাকার মধ্যেই কালেকশন টা পেয়ে যাবেন।
৩) এবার একটা ঝুমকো ডিজাইন আপনাকে দেখাবো যেটা খুবই সিম্পল কাজের উপর তৈরি করা হয়েছে। অকেশন পারপাস ব্যবহার করতে পারবেন এবং এর দাম পড়বে ৮২ হাজার ৮০০ টাকা।




৪) কলকার নকশায় এবার একটা কানের দুল পাঠক বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করে নেব। বিবাহিতা মা-বোনেদের কানে এই ধরনের কানের দুল খুব ভালো মানায়। ৩৬ হাজার ৩৪৪ টাকা এই ডিজাইনটার দাম পড়বে।
৫) ফ্লাওয়ার মোটিভের উপর তৈরি আরো একটা ঝুমকো আপনাদের দেখাতে চলেছি।৪০ হাজার ৫০০ টাকার মধ্যেই কালেকশনটা পেয়ে যাবেন।




৬) ফ্লাওয়ার মোটিভ এর মধ্যে চেনের কাজ এবং গ্লসি ফিনিশিং সহকারে এই ডিজাইন টা কে তৈরি করা হয়েছে। ২৫,০৮০ টাকার মধ্যে এই দারুন ডিজাইনের কানের দুলটা পেয়ে যাবেন।
৭) এবার একটা ডবল লেয়ারের ঝুমকো আপনাদের দেখাতে চলেছি যেটা অকেশন পারপাস অথবা গিফট পারপাস আপনারা কাজে লাগাতে পারেন। ৩২,৭৩৬ টাকা এই কালেকশনটির আনুমানিক মূল্য।
৮)এবার একটা ট্রিপল লেয়ার ঝুমকো দেখাবো যেটা বিয়ের দিন পর্যন্ত আপনারা ক্যারি করতে পারবেন। মিষ্টি ডিজাইনের মধ্যে এটাকে তৈরি করা হয়েছে আর দাম পড়বে ৪৭ হাজার ৩৪৪ টাকা।











