







নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে মূল্যবৃদ্ধির বাজারে আজকাল আর মানুষের পক্ষে ভারী সোনার গয়না তৈরি করানো সম্ভব হচ্ছে না। সেই কারণেই বেশিরভাগ মানুষ আজকাল সোনার কারুকার্য করা জিনিস অথবা হালকা গয়না পরতে পছন্দ করে থাকেন। আজকের এই বিশেষ প্রতিবেদনের লেটেস্ট ডিজাইনের কিছু শাখা বাধানোর কালেকশন আপনাদের দেখাবো। যদি ডিজাইন গুলো পছন্দ হয় সেক্ষেত্রে অবশ্যই শেয়ার করে নিতে ভুলবেন না।
১) প্রতিবেদনের শুরুতেই যে শাঁখা বাঁধানো টা দেখাতে চলেছি সেটা সম্পূর্ণ মাছের ডিজাইনের ম্যাট আর ঝিলের কম্বিনেশনে তৈরি করা হয়েছে। মাছের গায়ে যে কাঁটা কাঁটা আশের মতন কাজ করা হয়েছে সেটা খুবই নিখুঁতভাবে।৬০,৪০০ টাকা এই কালেকশনটার আনুমানিক মূল্য।




২) এবার কাটিং এর উপরে গোল গোল রিং এর শেপে কাজ করা একটা দুর্দান্ত শাখা বাধানো আপনাদের দেখাতে চলেছি। ২৮ হাজার টাকার কাছাকাছি এই কালেকশন টার দাম পড়বে আর এটা যে কোন অকেশনে আপনারা ব্যবহার করতে পারবেন।
৩) এবার কলকার নকশায় মিনাকারি কাজ করা একটা শাখা বাধানো আপনাদের দেখাবো।৩৯,৯০০ টাকার মধ্যে এই ধরনের একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন।
৪) এবার ব্রাইডাল কালেকশন হিসেবে পড়া যাবে এরকম একটা শাখার ডিজাইন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। ওয়াটার ড্রপ থেকে শুরু করে রিং এর ডিজাইন অথবা মিনাকারি ডিজাইন অনেক কিছুই এই চওড়া শাখা জোড়ার মধ্যে তুলে ধরা হয়েছে।। এটির আনুমানিক মূল্য ১ লক্ষ ৭৫ হাজার টাকা।




৫) হুবহু আগের ডিজাইনটার মতোই কলকার নকশায় ম্যাট আর ঝিলের কাজ করা একটা শাখা বাধানো আপনাদের দেখাতে চলেছি। তবে এটার দাম পড়বে ৪২০০০ টাকার আশেপাশে।
৬) এবার একটা ফ্লাওয়ার ডিজাইনের মুখ শাখা আপনাদের দেখাতে চলেছি যার অল ওভার বডিতে চ্যানেলের কাজ করা রয়েছে। ১ লক্ষ টাকার মধ্যে এই ধরনের একটা ডিজাইন পেয়ে যাবেন।




৭) এবার যে শাঁখা বাধানো টা আপনারা দেখছেন তাতে হার্ট শেপ থেকে শুরু করে বিভিন্ন লাইনিং এর কাজ করা রয়েছে, যা অপেশনের দিনের জন্য খুবই ভালো। ৩৫,৭০০ টাকার মধ্যে এরকম একটা ডিজাইন পেয়ে যাবেন।
৮) এবার ওভার সেপের মতন নকশা করা একটা মুখ শাখা আপনাদের দেখাতে চলেছি যার দাম পড়বে ৮০ হাজার টাকার কাছাকাছি। যে কোন অকেশনে এটা পরতে পারেন আর এটাই হল আমাদের প্রতিবেদনের সবথেকে এক্সক্লুসিভ আর লেটেস্ট কালেকশন।











