খুবই কম ওজনের মধ্যে লেটেস্ট ডিজাইনের ৮টি চোকার নেকলেসের কালেকশন দেখে নিন

নিজস্ব প্রতিবেদন: বিয়ের সিজন হোক বা বছরের অন্যান্য কোন সময় মহিলারা কিন্তু সোনার গয়না পরতে দারুন পছন্দ করে থাকেন। তবে যেভাবে দিন প্রতিদিন গহনার দাম বেড়ে চলেছে তাতে সাধারণ মানুষের অবস্থা অনেকটাই খারাপ। কোন অনুষ্ঠানে গহনা উপহার দিতে গেলেও কিন্তু দামের কারণে মানুষকে পিছিয়ে আসতে হচ্ছে।। তবে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও বহু মানুষ কিন্তু আগে থেকেই বিয়ে বা অন্য কোন বড় অকেশনে গয়না কেনার জন্য অর্থ সঞ্চয় করে রেখেছেন। আজ আমরা খুবই কম ওজনের মধ্যে কিছু লেটেস্ট ডিজাইনের চোকার নেকলেসের কালেকশন আপনাদের দেখাবো। কালেকশনগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।

১) এবার কলকার ডিজাইনের সাথে ড্রপের কাজ করা একটা চোকার আপনাদের দেখাবো যেটাকে খুব সুন্দর করে কাজ করে ফুটিয়ে তোলা হয়েছে। ২৩,৭০০ টাকা এই কালেকশন টার দাম পড়বে।

২) এবার ফ্লাওয়ার মোটিভের সাথে চেনের কাজ করা একটা সুন্দর কালেকশন আপনাদের দেখাতে চলেছি যেটা বিয়ের দিন খুব সহজেই নববধূরা পরিধান করতে পারবেন। এটার আনুমানিক মূল্য ৩০,৬১০ টাকা।

৩) এবার ময়ূর ডিজাইনের সাথে চেনের কাজ করা একটা চিক আপনাদের দেখাতে চলেছি।৪০,৯০০ টাকা এই কালেকশনটার আনুমানিক মূল্য।

৪) তিনটে ফ্লাওয়ারের ডিজাইন এর সাথে ড্রপের কাজ করে এই চিক বা চোকার টা তৈরি করা হয়েছে। বিয়ের দিন কিন্তু এই ধরনের একটা কালেকশনও খুবই মিষ্টি লাগবে। ৩৩৮০০ টাকা এই কালেকশন টার দাম পড়বে।

৫) দুমুখি ময়ূরের ডিজাইনের সাথে চোকারের কালেকশন আপনাদের এবার দেখাবো যেটা অত্যন্ত গ্লসি ফিনিশিংয়ে তৈরি করা হয়েছে।৩৯,৬০০ টাকার মধ্যে এই ধরনের একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন।

৬) সিঙ্গেল ফ্লাওয়ার এর ডিজাইন এর মধ্যে ড্রপের কাজ করা একটা চোকার আপনাদের দেখাতে চলেছি। একেবারে লেটেস্ট ডিজাইনের উপরে এটাকে তৈরি করা হয়েছে। আশা করছি কালেকশনটা আপনাদের ভালো লাগবে। গায়ে হলুদের সময়ে এই ধরনের একটা কালেকশন আপনারা ট্রাই করতে পারেন। ৩১,৬৯৪ টাকা এই কালেকশন টার দাম পড়বে।

৭) এবার দুই ধারে খাজ কাটা ডিজাইনের পাশাপাশি একটু অন্য ধরনের স্টাইল করা একটা চোকার আপনাদের দেখাতে চলেছি।৩৬,৮০০ টাকা এই কালেকশন টার দাম পড়বে।

৮) একটা ব্রাইডাল চোকার দেখে নিন যেটা অর্ধচন্দ্রাকৃতির ডিজাইনের মধ্যে ফ্লাওয়ার মোটিভ আর চেইনের কাজ করে তৈরি করা হয়েছে। ঠাসা ওয়ার্কের মধ্যে আপনারা এটা পেয়ে যাচ্ছেন যার দাম পড়বে ৬১,৮০০ টাকা।

S.B JEWELLERS.
BRANCH – KADAMTALA
143/1/A,NARASINGHA DUTTA ROAD.
KADAMTALA, HOWRAH 711101
LANDMARK: NEAR KADAMTALA BUS STAND
CONTACT : 6291814118.

Leave a Comment