খুবই কম ওজনের মধ্যে দুর্দান্ত ডিজাইনের ৭ টি পলা বাঁধানোর কালেকশন দেখে নিন

নিজস্ব প্রতিবেদন: সোনার গয়না পরিধান করতে পছন্দ করেন না এরকম মানুষ কিন্তু খুব কমই রয়েছেন। বলা যেতে পারে মূল্য বৃদ্ধির বাজারে আজকাল আর সোনা ধরাছোঁয়ার মধ্যে নেই তাই কিছুটা হলেও মানুষ এটি কম কিনে থাকেন।। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের উদ্দেশ্যে কিছু সোনার কারুকার্য করার দুর্দান্ত ডিজাইনার পলা দেখাবো। আপনারা যারা আগ্রহী রয়েছেন সম্প্রতি পলার ডিজাইন কিনতে তারা অবশ্যই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়তে পারেন।

১) আজকের এই প্রতিবেদনের শুরুতেই আমরা আপনাদের যে পলা বাধানোর ডিজাইনটি দেখাতে চলেছি সেটা একটা ময়ূরের ডিজাইনে তৈরি করা হয়েছে। এছাড়াও এটার মধ্যে রয়েছে কলকা এবং ফ্লাওয়ার শেপের কাজ। এই ডিজাইনটির দাম পড়বে ২৩,০৪০ টাকা।

২) এবারের যে ডিজাইনটি রয়েছে সেটার মধ্যে কিছুটা পাত আর কিছুটা বরফি শেপে কাজ করা রয়েছে।এককথায় এটা একটা দুর্দান্ত ডিজাইন। অসাধারণ এই পলা বাঁধানোর দাম পড়বে ২২,৪১৫ টাকা।

৩) এবারের ডিজাইনটির মধ্যেও কিছুটা চ্যানেল আর কিছুটা ফুলের কাজ করা রয়েছে। ছোটখাটো অকেশন বা পূজোর দিনগুলির জন্য এটা দারুন একটা কালেকশন। এই ডিজাইনটি তৈরি করতে গেলে আপনাদের খরচ করতে হবে ১৯,৯২০ টাকা।

৪) আজকের এই প্রতিবেদনের চতুর্থ ডিজাইন টাও পাতের উপর কাজ করেই তৈরি করা হয়েছে। এর উপরে খুব সুন্দর ঝিলে কাটা আর ম্যাট ফিনিসের কাজ রয়েছে। দাম পড়বে মোটামুটি ১৯,৩৪৪ টাকা।

৫) এবার পলা বাঁধানোর যে ডিজাইনটি আপনারা দেখতে চলেছেন এর উপরে যে পাতের কাজটা করা রয়েছে সেটা খুব সুন্দর একটা গ্লসি ভাবে তৈরি করা। এছাড়াও অনেকটা কানের মতন ডিজাইনে এটার উপর কাজ করা রয়েছে। এটার দাম প্রায় ২০,২৫৬ টাকা।

৬) এবার যে কালেকশনটি আপনারা দেখছেন সেটা ছোট গোলের শেপে এবং লম্বাটে ধরনের পাতের মতন তৈরি করা হয়েছে। এই কালেকশন টির দাম পড়বে ১৫,৩৬০ টাকা।

৭) এবার যে ডিজাইনটি আপনারা দেখছেন সেটাও হুবহু আগের ডিজাইনের মতোই। এটার উপরেও পাতের পাশাপাশি গোল বলের মতন একটা ডিজাইন করা রয়েছে। ১৯,৮৭০ টাকা এই ডিজাইনটির দাম পড়বে।

Leave a Comment