







নিজস্ব প্রতিবেদন: নারী পুরুষ নির্বিশেষে আজকাল সকলেই কিন্তু সোনার তৈরি যে কোন গহনা পড়তে ভীষণ পছন্দ করে থাকেন। যদিও মূল্যবৃদ্ধির বাজারে আজকাল আর আগের মতন সকলের পক্ষে কিন্তু গহনা কেনা সহজ হচ্ছে না। ভারী গয়নার জল এখন অনেকটাই কমে গিয়েছে।
রেগুলার ইউজের জন্য হোক বা উপহার হিসেবে মানুষ একটু হালকা ডিজাইনের গহনাই কিনছেন। আজ যেমন কিছু নাকছাবির কালেকশন আপনাদের সামনে তুলে ধরব যা রেগুলার ইউজ এর পাশাপাশি ছোটখাটো অকেশনে উপহার হিসেবেও আপনারা দিতে পারবেন। ডিজাইনগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে নিতে ভুলবেন না।




১)প্রতিবেদনের শুরুতেই আপনারা যে নাকছাবিটি দেখছেন সেটা ফ্লাওয়ার ডিজাইনে ছোট্ট একটা ঝিলে কাটা কাজের মাধ্যমে তৈরি করা হয়েছে। ছোটখাটো অকেশনে আপনারা এই ধরনের ডিজাইন ব্যবহার করতে পারেন।
২) দ্বিতীয় ডিজাইনটির মধ্যেও ফ্লাওয়ার মোটিভে নিখুঁতভাবে কাজ করা রয়েছে। খুবই সুন্দর আর নানানসই একটা ডিজাইন যা কমবেশি সকল মহিলারাই পরিধান করতে পারবেন।।




৩) হেভি ডিজাইনের মধ্যে যারা নাকছাবি পড়তে চান তারা অবশ্যই এই তৃতীয় ডিজাইন টা ট্রাই করে দেখতে পারেন। এটার উপরে খুব নিখুঁতভাবে ঝিলে কাটা কাজ ফুটিয়ে তোলা হয়েছে।
৪) রাউন্ড শেপের উপর সরু তারের কাজ করে এই নাকছাবিটা তৈরি করা হয়েছে। আশা করছি এই ডিজাইনটা আপনাদের ভালো লাগবে।
৫) সার্কুলার ডিজাইনের সাথে ছোট ছোট বিটের কাজ করে এই নাকছাবিটি তৈরি করা হয়েছে। মা বোনেরা খুব সহজেই এই ধরনের ডিজাইন পরিধান করতে পারেন।




৬) সম্পূর্ণ বলের ডিজাইনের পাশাপাশি ছোট ছোট বুটির কাজ করে এই কালেকশনের নাকছাবিটি তৈরি করা হয়েছে। এটাও একটা ভীষণ সুন্দর নথের ডিজাইন।
৭) ম্যাট ফিনিশিং এর উপর বলের মতন করে ঝিলকাটা কাজ করে এই ডিজাইনটা ফুটিয়ে তোলা হয়েছে। একটা এক্সক্লুসিভ লেটেস্ট কালেকশন হল এই নথটি।











