একদম আধুনিক ডিজাইনের মধ্যে ৭ টি ব্রাইডল নেকলেসের কালেকশন দেখে নিন

নিজস্ব প্রতিবেদন: বিয়ের সিজন হোক বা অন্যান্য যেকোনো সময় মানুষ কিন্তু সব সময় সোনার গয়না পরতেই সব থেকে বেশি পছন্দ করে থাকেন। মোটামুটি এই সময় আপনারা গহনার দোকানগুলোতে ভিড় দেখলেই এই প্রথম বাক্যটির সত্যতা বুঝে যাবেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের মধ্যে সে সোনার গয়নারই কিছু ভিন্ন ধরনের কালেকশন নিয়ে হাজির হয়েছি।

আজকাল অনেকেই কিন্তু হাল ফ্যাশানের কারণে কিছু ইউনিক ট্রাই করতে পছন্দ করে থাকেন। যদি আপনিও এই দলে হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ট্রাডিশনাল ভাবনা চিন্তা দেখে আপনারা কিন্তু আমাদের এই প্রতিবেদনটা শেষ পর্যন্ত পড়ে নিতে পারেন। আজ আমরা আপনাদের কিছু নতুন জয়পুরী ব্রাইডাল ফুল সেট দেখাবো। সোনার কাজের পাশাপাশি এর মধ্যে রয়েছে আরও বেশ কিছু আলাদা ধরনের কাজ।

১) প্রতিবেদনের শুরুতেই আপনারা যে জয়পুরী ব্রাইডাল নেকলেস দেখছেন সেটাতে সোনার পাশাপাশি কুন্দনের কাজ করা রয়েছে। এখানে চোকার, সীতাহার থেকে শুরু করে আপনারা কানের দুল, টায়রা, বালা সবকিছুই একটা প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন। হোয়াইট আর গোল্ডেন এর মিশেলে এটাকে তৈরি করা হয়েছে।

২) রুবির কাজ করা একটা জয়পুরি সেট দেখাবো এবারে। এটার মধ্যেও নিখুঁতভাবে সোনার ডিজাইনের পাশাপাশি অন্যান্য সমস্ত কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে। এর চোকার কিন্তু সম্পূর্ণ গলা ভরে থাকবে যা কমবেশি অনেক নববধূরাই চেয়ে থাকেন। চোকার ছাড়াও এখানে আপনারা টায়রা, কানের দুল, হাতের বালা আর সীতাহার সব কিছুই পাচ্ছেন।

৩) এবার ঝাড়খণ্ডী স্টোন এর উপর একটা ডিজাইন আপনাদের দেখাবো। এই ধরনের ডিজাইন দিয়ে কিন্তু সোনার সঙ্গে কারুকার্য ভীষণ ভালো লাগে। এটার সাথে আপনারা মানানসই ঝুমকা সীতাহার থেকে শুরু করে সমস্ত ব্রাইডাল প্যাকেজ টাই পেয়ে যাচ্ছেন।। ১০ বছরের গ্যারান্টি রয়েছে স্টোন গুলোর উপরে।

৪) রাজস্থানী পলিশের উপর একটা খুব সুন্দর ডিজাইন এবার আপনাদের দেখাতে চলেছি যেটার সীতাহারটা ভীষণ ভরাট একটা ডিজাইনে তৈরি করা হয়েছে। এটার সাথেও কিন্তু আপনারা সমস্ত ব্রাইডাল প্যাকেজ পেয়ে যাবেন।

৫) রুবির উপরে আরো একটা হালকা চোকারের কালেকশন আপনাদের দেখাবো। এটাও কিন্তু আপনারা ফুল ব্রাইডাল প্যাকেজ সেট এর মধ্যেই পেয়ে যাবেন।

৬) কুন্দনের মধ্যে সোনার কাজ করা একটা খুব সুন্দর সেট এবার আপনাদের দেখাতে চলেছি যেটা গোল্ডেনের উপর তৈরি করা হয়েছে। মোটামুটি হালকা গয়নার জন্য এটা ভালো।

৭) এবার লাল রঙের কুন্দনের উপর একটা ভারী ডিজাইনের সেট আপনাদের দেখাবো। এত দুর্দান্ত কাজের উপর এটাকে তৈরি করা হয়েছে যে বলে বোঝানো যাবে না। সাথে মানানসই সমস্ত প্যাকেজ আপনারা পেয়ে যাবেন।

শেষে বলবো আপনারা প্রতিবেদনের সঙ্গে থাকা ভিডিওটা দেখে নিতে পারেন। সোনার পাশাপাশি ডায়মন্ড কাটিং থেকে শুরু করে আরো নানান ধরনের ডিজাইন কিন্তু আপনার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। যেই কালেকশন টা আপনাদের সব থেকে বেশি ভালো লাগবে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেকোনো গহনার দোকানে গেলেই কিন্তু এই ধরনের রেডিমেড জুয়েলারি আপনারা পেয়ে যাবেন অথবা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে কিন্তু তৈরি করেও নিতে পারেন।

Leave a Comment