







নিজস্ব প্রতিবেদন: সোনার গয়না পরিধান করতে ভালোবাসেন না এরকম মানুষ হয়তো আমাদের আশেপাশে খুব একটা নেই। যে কোন বয়সের মহিলাদের কাছেই এই সোনার গয়না হচ্ছে একেবারে প্রথম আর শেষ পছন্দ। বিয়ের সিজন থেকে শুরু করে যে কোন দিনেই এই সোনার গয়নার চাহিদা থাকে সর্বাধিক। আজকের এই বিশেষ প্রতিবেদনে তাই ব্রাইডাল কালেকশন হিসেবে লেটেস্ট কিছু সীতাহারের কালেকশন আপনাদের দেখাবো।
যদি আপনারা সম্প্রতি গহনা বানানোর কথা ভাবছেন একবার আমাদের আজকের এই ডিজাইনগুলো মনোযোগ সহকারে দেখতে পারেন। যদি এর মধ্যে কোন কালেকশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেটাকে অবশ্যই স্ক্রিনশট করে রাখবেন। এই ধরনের ডিজাইন আপনারা যেমন রেডিমেড কিনতে পারবেন ঠিক তেমন ভাবেই কিন্তু যে কোন নিকটবর্তী শোরুম থেকে আপনারা বানিও নিতে পারেন। আসুন এবার প্রতিবেদনটির মূল পর্বে যাওয়া যাক।




১) শুরুতেই যে সীতাহারটি আপনারা দেখছেন সেটার কন্ঠনালী বরাবর একটা বিশাল ভারী লকেটের ডিজাইন করা। রাউন্ড শেপের মধ্যে একটা সার্কুলার ডিজাইন করে তাতে ড্রপের কাজ করা রয়েছে। ২ লক্ষ ৩১ হাজার টাকা এটার দাম পড়বে।
২) আগের ডিজাইনের মতোই এই কালেকশন টাও তৈরি করা হয়েছে তবে এর কন্ঠনালী বরাবর যে কাজটা রয়েছে সেটা বেশ কিছুটা চওড়া। ১,৫৭,০০০ টাকা এটার দাম পড়বে।




৩)যে দ্বিতীয় ডিজাইনটা আপনারা দেখছেন সেই সীতাহারটির মধ্যেও কন্ঠনালী বরাবর রাউন্ড শেপের একটি ডিজাইন এবং সেটা থেকে একটা কুলোর মত আকারে ডিজাইন তৈরি করা হয়েছে। ট্র্যাডিশনাল লুক বহন করার জন্য এটা একেবারে অনবদ্য কালেকশন।২,০৪,০০০ টাকা এটার আনুমানিক দাম।
৪) এবার যে ডিজাইনটা আপনারা দেখছেন সেটা বর্গাকার শেপের মধ্যে ফস্টিং আর হাই পলিশের কাজ করে তৈরি করা হয়েছে। সীতাহারটির নিচের অংশে রয়েছে ছোট লকেট আর ড্রপের কাজ। এছাড়াও রয়েছে মিনাকারি কাজ। আনুমানিক মূল্য ২,৩৫,০০০ টাকা।




৫) একটু হালকা আর ইউনিক ডিজাইনের মধ্যে সীতাহার নিতে চাইলে অবশ্যই রাউন্ড শেপের মধ্যে পাখার ডিজাইনে তৈরি করা এটা ট্রাই করে দেখতে পারেন। এর নিচের অংশে ড্রপের কাজ করা রয়েছে।১,৪৯,০০০ টাকা এটার দাম পড়বে।











