খুবই হালকা ওজনের মধ্যে হলমার্ক করা ৫ টি সোনার চূড়ের কালেকশন দেখে নিন

নিজস্ব প্রতিবেদন: বর্তমানে চলছে বিয়ের সিজন। এই সময়ে সবথেকে বেশি সোনার গয়নার চাহিদা থাকে তা কম বেশি আপনারা সকলেই জানেন। নববধূকে সাজানোর জন্য হোক অথবা উপহার দেওয়ার জন্য অনেকেই কিন্তু এই সময়ে সোনার গয়না কেনেন। তবে মূল্যবৃদ্ধির বাজারে এখন যেভাবে গয়নার দাম বেড়ে চলেছে তাতে কোন সন্দেহ নেই যে আগামী দিনে সাধারণ মানুষের অবস্থা আরো খারাপ হয়ে যাবে গহনা কেনার ক্ষেত্রে। আজকের এই বিশেষ প্রতিবেদনে তাও মধ্যবিত্ত মানুষের কথা মাথায় রেখে খুবই হালকা ওজনের মধ্যে আমরা বিশেষ কিছু সোনার চূড়ের ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন তাহলে আর সময় নষ্ট না করে আমাদের আজকের এই প্রতিবেদনটি শুরু করা যাক।

১) প্রতিবেদনের শুরুতেই যে চূড় আপনাদের দেখাতে চলেছি সেটা সম্পূর্ণ ফ্লাওয়ার মোটিভে জালির কাজ করে তৈরি করা হয়েছে। বিয়ের দিন পড়ার জন্য এটা কিন্তু একটা পারফেক্ট কালেকশন।। কাটাই পিস দিয়ে এটার উপরে কাজ করা রয়েছে কিছুটা।এটা আপনারা সিঙ্গেল পিসও পরিধান করতে পারেন।

২) যে দ্বিতীয় ডিজাইনটা আপনারা দেখতে চলেছেন সেটা হাই পলিশের উপরে ঝিলে কাটা কাজ করা রয়েছে। মটর দানার উপরে একটা খুব সুন্দর ফিনিশিং এটাতে দেওয়া হয়েছে। অল ওভার বডিতেই মটরদানা আর ফুলের একটা অল্টারনেটিভ কাজ করা রয়েছে। এই চূড়ের ডিজাইন টা আপনারা জোড়া নিতে পারেন।

৩) এবার যে চূড়ের ডিজাইন টা আপনাদের দেখাতে চলেছি সেটার ধারে মটরের কাজ করা রয়েছে। ফ্লাওয়ার ডিজাইনের সাথে কল্কার কম্বিনেশনে তৈরি এই কালেকশন তাও আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এটা জোড়াতেও আপনারা নিতে পারেন। খিল দেওয়া রয়েছে। মোটামুটি ৩৫ গ্রামের মধ্যে এই কালেকশনটা আপনারা পাবেন।

৪) ফ্লাওয়ার মোটিভের সাথে মটরদানা আর কল্কার কম্বিনেশনে আমাদের এই চতুর্থ ডিজাইনটাও আশা করছি আপনাদের ভালো লাগবে। ৪০ থেকে ৪৫ গ্রামের মধ্যেই ডিজাইন টা আপনারা তৈরি করতে পারবেন। বিয়ের দিন পড়ার জন্য এর থেকে ভালো কালেকশন আর হতে পারে না।

৫) এবার অনেকটা কঙ্কন এর ধাচে তৈরি সিঙ্গেল পিস বালা আপনাদের দেখাবো। এটাকে আপনারা সলিড কঙ্কন ও বলতে পারেন। এটার মধ্যেও খুব সুন্দর করে খিল দেওয়া রয়েছে। বিয়ের দিন শাঁখা আর পলার সাথে কিন্তু দারুন লাগবে। খুব সুন্দর ভাবে এটার অল ওভার বডিতে কাটাই করে কাজ করা হয়েছে। এটার এক পিস আপনারা মোটামুটি আঠেরো গ্রামের মধ্যে তৈরি করে নিতে পারবেন।

আজ আমরা বিশেষ কয়েকটি ব্রাইডাল কালেকশন আপনাদের সাথে শেয়ার করে নিলাম। সবকটা কালেকশন কিন্তু হলমার্ক দেওয়া শেয়ার করা হয়েছে। পাঠকদের উদ্দেশ্যে বলবো আপনারাও গহনা কেনার সময় অবশ্যই হলমার্ক দেখে নেবেন যাতে ভবিষ্যতে কোনরকম সমস্যায় না পড়তে হয়।। আজকের শেয়ার করা কালেকশন গুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।

Leave a Comment