







নিজস্ব প্রতিবেদন: সোনার কানের পড়তে পছন্দ করেন না এরকম মানুষ হয়তো খুব কমই রয়েছেন।যেকনো বয়সের মহিলাদের মধ্যেই সোনার গয়নার প্রতি আকর্ষণ কিন্তু রয়েছে আলাদা রকমের। আজ আমরা কিছু লেটেস্ট ডিজাইনের কানের দুলের কালেকশন আপনার সঙ্গে শেয়ার করে নেব। খুবই নিখুঁত কারুকার্যের উপর এই সোনার কানের গুলো তৈরি করা হয়েছে।
১) প্রতিবেদনের শুরুতেই যে কানের ঝুমকোটি আপনারা দেখতে চলেছেন সেটা সুন্দরভাবে ম্যাট ফিনিশিং এর সাথে ঝিলের কাজে তৈরি করা হয়েছে। ৪০ হাজার ৩৫০ টাকার মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন।




২) এবার হালকা ডিজাইনের মধ্যে একটা থ্রি লেয়ারের ঝুমকো আপনাদের দেখাতে চলেছি। যেকোনো অকেশন পারপাস আপনারা এটা পড়তে পারবেন আর দেখতেও খুব সুন্দর। ৫৩ হাজার ৩৬০ টাকা এই কালেকশন টার দাম পড়বে।
৩) একেবারে স্মল ডিজাইনের মধ্যে মিনাকারি কাজ করা একটা কালেকশন আপনাদের দেখাবো। এই কালেকশনটির দাম পড়বে ৪৬ হাজার ৯৮০ টাকা ।




৪) এবার বালি ফস্টিং এর উপরে দারুণ ফিনিশিং করা একটা ঝুমকো আপনাদের দেখাবো যেটা গিফট হিসেবে আপনারা দিতে পারবেন। ৪৩ হাজার ৫০০ টাকা এই কালেকশন টার দাম পড়বে।
যে চারটি বিশেষ কালেকশন আজ আমরা শেয়ার করে নিলাম এর প্রত্যেকটাই কিন্তু দুর্দান্ত কাজের উপর ফুটিয়ে তোলা হয়েছে আর দেখতেও খুব সুন্দর। তবে যে সমস্ত দামের উল্লেখ করেছি সেটা কিন্তু আলাদা হতেই পারে। আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে সোনার দামের এদিক-ওদিক হতে থাকে। তাই অবশ্যই গহনা কেনার আগে হলমার্ক এবং দৈনন্দিন দর যাচাই করে কিনবেন।











