খুবই কম ওজনের মধ্যে ১০ টি আধুনিক ডিজাইনের সোনার বালার কালেকশন দেখে নিন

নিজস্ব প্রতিবেদন: বর্তমান সময়ে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষ কিন্তু বিয়ের সিজন হোক বা বছরের অন্যান্য যেকোনো সময় সোনার গয়নার প্রতি বিনিয়োগ করার চিন্তা ভাবনা করে থাকেন। বিগত কয়েক মাস ধরেই জমিয়ে বিয়ের মরশুম চলছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই কিছু লেটেস্ট ডিজাইনের বালার কালেকশন আপনাদের সাথে শেয়ার করে নেব। আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই বালার কালেকশনগুলো দেখে নিতে পারেন নিজেদের ব্যবহারের জন্য। প্রতিবেদনের বেশিরভাগ ডিজাইন কিন্তু ব্রাইডাল চাহিদার প্রতি কাজ করেই তৈরি করা হয়েছে। চলুন তাহলে আর সময় নষ্ট না করে আজকের এই বিশেষ প্রতিবেদনটা শুরু করা যাক।

১) শুরুতেই একটা খুব সুন্দর খাজ কাটা ডিজাইনের উপর তৈরি বালা বা বাউটি আপনাদের দেখাচ্ছি যেটা সহজেই বিয়ের দিন আপনারা ট্রাই করতে পারবেন। একেবারে লেটেস্ট ডিজাইন বলা যায় এটাকে।

২)এবার সাড়ে পাঁচ ভরির মধ্যে তৈরি একটা ডিজাইন আপনাদের দেখাতে চলেছি। খুবই নিখুঁতভাবে এটার উপরে হাই পলিশের কাজ করা রয়েছে। এটাও কিন্তু বিয়ের দিনের জন্য ট্রাই করতে পারেন।

৩) ফ্লাওয়ার মোটিভের সাথে তারের কাজ করা একটা ডিজাইন আপনাদের দেখাতে চলেছি যেটা খুব সহজেই অকেশন পারপাস অথবা বিয়ের দিনের জন্য আপনারা ট্রাই করতে পারেন।

৪) কাটিং এর কাজের উপরে এই বারা জোড়া তৈরি করা হয়েছে যা বিয়ের দিনের জন্য দুর্দান্ত। অকেশন পারপাসেও কিন্তু এটাকে ব্যবহার করা যাবে।

৫) এবার আপনাদের খিলান দেওয়া একটি বালা দেখাবো যেটার মধ্যে খুব সুন্দরভাবে তারের কাজ করা রয়েছে। যারা একটু ইউনিক ডিজাইন ট্রাই করতে চান তারা অবশ্যই কিন্তু এটা দেখতে পারেন।

৬) এবার সাড়ে তিন ভরির মধ্যে আপনাদের একটা ডিজাইন দেখাবো যেটার মধ্যে খুব সুন্দর কাটিং এর কাজ করা রয়েছে। এটাও কিন্তু একটা লেটেস্ট আর এক্সক্লুসিভ কালেকশন।

৭) একটু সরু ডিজাইনের মধ্যে অকেশন পারপাস দুজোড়া বালা আপনাদের দেখাবো। অনেকটা রুলি ডিজাইনে এটাকে তৈরি করা হয়েছে।

৮) মাত্র তিন ভরির মধ্যে এবার আপনাদের একটা ডিজাইন দেখাতে চলেছি। এটাও কিন্তু রুলির ডিজাইনে তৈরি করা হয়েছে ।এবং রেগুলার ইউজের জন্য কাজে লাগাতে পারবেন

৯) সাড়ে তিন ভরির মধ্যে একটা ডিজাইন আপনাদের দেখাতে চলেছি। খুবই নিখুঁতভাবে কারুকার্য করে এটাকে ফুটিয়ে তোলা হয়েছে।

১০) তিন ভরির মধ্যে ঠাসা ওয়ার্ক করা একটা রুলি বালার ডিজাইন আপনাদের সবশেষে দেখাতে চলেছি। নিখুঁত কাজের উপর এটাকে তুলে ধরা হয়েছে।

Leave a Comment