খুবই কম ওজনের মধ্যে ১০ টি লেটেস্ট ডিজাইনের সোনার নথের কালেকশন দেখে নিন

নিজস্ব প্রতিবেদন: সোনার তৈরি বিভিন্ন গহনার সাথেই মহিলাদের রয়েছে চিরন্তন আবেগের সম্পর্ক। যেহেতু বিয়ের সিজন চলছে তাই এখন গহনার দোকানগুলোতেও কিন্তু ব্যাপক ভিড় লেগে রয়েছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের সাথে শেয়ার করে নিতে চলেছি লেটেস্ট কিছু সোনার নথের ডিজাইন। আশা করছি এই প্রত্যেকটা কালেকশন আপনাদের ভালো লাগবে এবং পছন্দও হবে। চলুন তাহলে আর সময় নষ্ট না করে আজকের এই বিশেষ প্রতিবেদনটি শুরু করা যাক।

১) প্রতিবেদনের শুরুতেই যে ব্রাইডাল নথের ডিজাইন আপনাদের দেখাচ্ছি তার ঠিক মধ্য বরাবর ফ্লাওয়ার ডিজাইন এবং নিচের অংশে রয়েছে ড্রপের কাজ। ফ্রস্টিং এর উপরে এই ডিজাইন টা তৈরি করা হয়েছে। মোটামুটি ৫ গ্রামের মধ্যেই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন যার দাম পড়বে ২৩,০০০ টাকা।

২) ফ্লাওয়ার ডিজাইনের সাথে মিনাকারি কাজ করা এই নথটাও আপনাদের ভালো লাগতে পারে। বিয়ের দিন পড়লে কিন্তু দারুণ মানাবে। ২৬,০০০ টাকা কালেকশন টার দাম।

৩) সিঙ্গেল ফ্লাওয়ার এর সাথে ড্রপের কাজ করে এই সুন্দর নথের ডিজাইন টা তৈরি করা হয়েছে ‌। যারা একটু হালকা গয়না পছন্দ করেন এটা তাদের জন্য। ২৪ হাজার টাকা এই কালেকশন টার মূল্য।

৪) ফ্লাওয়ারের সাথে তার এবং একটা খুব সুন্দর ট্র্যাডিশনাল কাজ করা এই নথটা আপনাদের ভালো লাগতে পারে। এটারও দাম পড়বে ২৪ হাজার টাকা।

৫) সোনার কাজের সাথে স্টোন এবং মিনা করা এই ধরনের একটা নথ কিন্তু আপনারা ইউনিক ডিজাইন হিসেবে ট্রাই করে দেখতে পারেন। মাত্র ১৫ হাজার টাকায় এটা পেয়ে যাবেন।

৬) হুবহু আগের ডিজাইনটার মতোই রেড স্টোনের উপর নির্ভর করে এই নথটা তৈরি করা হয়েছে।ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নেবেন, এর দাম পড়বে ১৫,০০০ টাকা।

৭) খাঁজকাটা ডিজাইনের উপর একটু ঠাসা ওয়ার্ক এর উপর নির্ভর করে এই নথটা তৈরি করা হয়েছে। ১৭ হাজার টাকায় এটা পেয়ে যাবেন।

৮) এবার ম্যাট ও ঝিলের কম্বিনেশনে তৈরি একটা দুর্দান্ত নথের কাজ আপনাদের দেখাবো। ২১ হাজার টাকার মধ্যে এই কালেকশন টা পেয়ে যাবেন।

৯) স্টোনের সাথে বলের কাজ করা এই ধরনের একটা নথের ডিজাইন ও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। যে কোন অকেশনেও এটা পড়া যাবে যার দাম পড়বে মাত্র ১৩০০০ টাকা।

১০) প্রতিবেদনের সব শেষে যে ডিজাইন টা দেখাবো সেটাও খুব সুন্দর কালেকশন এর উপর নির্ভর করে তৈরি করা হয়েছে। পার্লের সাথে এতে রয়েছে স্টোন এর কাজ।। ১৮ হাজার টাকা দাম পড়বে।

Leave a Comment