খুবই কম ওজনের মধ্যে লেটেস্ট ডিজাইনের ১০ টি সোনার পলা বাঁধানোর কালেকশন দেখে নিন

নিজস্ব প্রতিবেদন: সোনার তৈরি বিভিন্ন গহনার সাথে মানুষের এক প্রকার আলাদা ভালোলাগা জড়িয়ে রয়েছে। অনেকেই রয়েছেন যারা বিভিন্ন অকেশন থেকে শুরু করে উপহার দেওয়ার জন্য সোনা কিনতে পছন্দ করে থাকেন। আবার এমন বহু মানুষ রয়েছেন যারা শাখা বা পলাও সোনা দিয়ে বাঁধিয়ে পড়তে পছন্দ করে থাকেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বিয়ের সিজন স্পেশাল কিছু লেটেস্ট শাখা বাধানোর কালেকশন সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি।চলুন তাহলে আর সময় নষ্ট না করে আমাদের আজকের এই প্রতিবেদনটা শুরু করা যাক।

১) প্রতিবেদনের শুরুতেই যে পলা বাঁধানো টা আপনারা দেখতে চলেছেন সেটা সম্পূর্ণ ব্রাইড রেড কালার এর মধ্যে রয়েছে। এটার মধ্যে একেবারে চওড়া ডিজাইনে চ্যানেলের মতন করে পাতের কাজ করা হয়েছে। ওজন রয়েছে মাত্র ২০ গ্রাম।

২) এবার যে দ্বিতীয় ডিজাইন টা আপনারা দেখছেন সেটার মধ্যে কিছুটা তারের মতন আর কিছুটা কালো রংয়ের পলার কম্বিনেশনে কাজ করা হয়েছে। এটাও কিন্তু একটা মডার্ন লুকের ভীষণ মিষ্টি ডিজাইন। ওজন থাকছে ১৮ গ্রাম।

৩) এবার একটা পেস্টিং এর কাজ করা পলা বাধানো আপনাদের দেখাতে চলেছি যেটার উপরে ফ্লাওয়ার মোটিভ এর কাজ করা হয়েছে। ওজন থাকছে ৮ গ্রাম।

৪) এবার একটা ব্রেসলেট পলার ডিজাইন আপনাদের দেখাবো যেটার মুখের কাছে ফ্লাওয়ার এর কাজের পাশাপাশি রয়েছে মিনা কারি কাজ।। ১২ গ্রামের মধ্যে এই ডিজাইন টা আপনারা পেয়ে যাবেন।।

৫) এবার সরু তারের কাজ করা একটা সুন্দর পলা বাঁধানো আপনাদের দেখাতে চলেছি যেটা মা-বোনেরা রেগুলারইউজের জন্য কাজে লাগাতে পারেন। মাত্র তিন গ্রামের মধ্যে এটা পেয়ে যাবেন।

৬) পেস্টিং এর কাজ করা আরো একটা ব্রেসলেট পলার ডিজাইন আপনাদের দেখাবো যেটার মধ্যে ফ্লাওয়ার মোটিভের কাজ করা রয়েছে।। আট গ্রামের মধ্যে এটা পেয়ে যাবেন।

৭) কাটিং এর কাজের উপরে এই পলা বাঁধানো টা তৈরি করা হয়েছে। ৬ গ্রামের মধ্যে এই পেস্টিংয়ের পলা বাঁধানো টা তৈরি করা হয়েছে।

৮) এবার কালো পলার উপরে একটা ডিজাইন আপনাদের দেখাবো যেটা বর্তমান সময়ে কম বয়সী মেয়েরা পরতে খুবই পছন্দ করে থাকেন। তিন গ্রামের মধ্যে এই সুন্দর ডিজাইন টা আপনারা পেয়ে যাবেন।

৯) একটা চ্যানেল পলার ডিজাইন আপনাদের দেখাবো এবারে যেটার উপরে খুব সুন্দর ঝিলের কম্বিনেশনে কাজ করা রয়েছে। মাত্র চার গ্রামের মধ্যে এই ধরনের একটা ডিজাইন আপনারা তৈরি করতে পারেন।

১০)চলে আসা যাক আমাদের প্রতিবেদনের একেবারে সর্বশেষ কালেকশনে। সম্পূর্ণ কালো রঙের পলার উপরে ডিজাইন করে এটা তৈরি করা হয়েছে। অফিস কাছারিতে পড়ে যাওয়ার জন্য এই ধরনের ডিজাইন খুবই ভালো। এটার ওজন থাকছে ২ গ্রাম।

Leave a Comment