







নিজস্ব প্রতিবেদন: সনাতন ধর্মাবলম্বী হিন্দু মহিলাদের কাছে শাখা এবং পলা হচ্ছে সবথেকে দামি অহংকার। হাল ফ্যাশনের কথা মাথায় রেখে তাই আজকের এই বিশেষ প্রতিবেদনে সোনার কারুকার্য করা শাখা আর পলার ডিজাইন আপনাদের দেখাবো। খুবই নিখুঁত ডিজাইনের মধ্যে এটা তৈরি করা হয়েছে আর দেখতেও অসাধারণ।।
১) প্রতিবেদনের শুরুতেই একটা চ্যানেল শাখার ডিজাইন আপনাদের দেখাবো যেটার উপরে দারুন কলকার কাজ করা রয়েছে। যেকোনো অকেশন পারপাস আপনারা এটা পরতে পারবেন।




২) এবার কলকার ডিজাইনে পেস্টিং এর কাজ করা একটা পলা বাঁধানো আপনাদের দেখাতে চলেছি। এত নিখুঁত কাজ কিন্তু চট করে দেখা যায় না।
৩) অনেকটা ওয়াটার ড্রপ এবং পাতার ডিজাইনে কাজ করে এই দুর্দান্ত শাখাটা তৈরি করা হয়েছে। কোন বিশেষ দিনে আপনারা ক্যারি করতে পারেন।
৪) এবার ব্রাইডাল কালেকশন হিসেবে দুর্দান্ত কল্কার কাজ করা একটা চওড়া ডিজাইনের শাখা আপনাদের দেখাবো। এর নকশার উপরে দারুণভাবে ঝিলকাটা কাজ করা রয়েছে।




৫) এবার সরু তারের মতন কাজ করা একটা চ্যানেল শাখার ডিজাইন আপনাদের দেখাতে চলেছি যা রেগুলার পারপাসের সহজে ব্যবহার করতে পারবেন। ভীষণ মিষ্টি এই ডিজাইনটা কিন্তু দারুন মানাবে আপনাদের হাতে।।
৬) এবার একসঙ্গে তিন ধরনের পলার ডিজাইন আপনাদের দেখাতে চলেছি যার মধ্যে একটা হল চ্যানেল পলা যার উপরে ম্যাট আর ঝিলের ফিনিশিং এ কাজ করা রয়েছে। অন্য দুটি হলো মুখ পলা যার একটিতে কলকার নকশা আর অন্যটিতে ফ্লাওয়ার আর মিনাকারি নকশা করা হয়েছে।




৭) এবার ময়ুর ডিজাইনের একটি মিনাকারি শাখা আপনাদের দেখাতে চলেছি যার উপরে খুব সুন্দর ভাবে কারুকার্য তুলে ধরা হয়েছে। এই ধরনের নিখুঁত ডিজাইন কিন্তু চট করে দেখা যায় না।
৮) চলে আসা যাক আমাদের প্রতিবেদনের সর্বশেষ কালেকশনে। ওয়াটার ড্রপ আর পাতের কাজের একটা শাখা বাধানো এখানে আপনাদের দেখাবো। যেকোনো অকেশানে আপনারা এটা ক্যারি করতে পারবেন।











