খুবই কম ওজনের মধ্যে আধুনিক ডিজাইনের ৮টি সোনার কঙ্কনের কালেকশন দেখে নিন

নিজস্ব প্রতিবেদন: সোনার গয়না পরতে পছন্দ করেন না এরকম মানুষ হয়তো খুব একটা নেই। ৮ থেকে ৮০ সকল মহিলারাই কিন্তু সোনার গয়নার বিশাল বড় ভক্ত। ফাল্গুন মাসের শেষ সময়ে এখন ব্যাপকভাবে বিয়ের সিজন চলছে তাই অনেকেই গয়নাগাটি কেনাকাটা করছেন। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের জন্য নিয়ে চলে এসেছি কিছু লেটেস্ট ডিজাইনের সোনার কঙ্কন এর কালেকশন। যারা এটি কিনতে আগ্রহী রয়েছে অবশ্যই কিন্তু আমাদের এই ডিজাইনগুলো ট্রাই করে দেখতে পারেন।

১) প্রতিবেদনের শুরুতেই একটা কলগার নকশা করা সরু ডিজাইনের কঙ্কন আপনাদের দেখাবো। এটার দাম রয়েছে ১,৪৮,০০০ টাকা

২) একদম সরু ডিজাইনের মধ্যে যারা কঙ্কন খুঁজছেন এই ম্যাট ফিনিশিং এর ডিজাইন টা শুধুমাত্র তাদের জন্য। যেকোনো অকেশানে আপনারা পরতে পারবেন এবং দাম পড়বে ১,৪৬,০০০ টাকা।

৩)এবার একটা ফ্লাওয়ার মোটিভের মিনাকারি ডিজাইন করা কঙ্কন আপনাদের দেখাবো যা বিয়ের দিনের জন্য একদম আদর্শ।১,৭৫,০০০ টাকা এই ডিজাইনটার আনুমানিক মূল্য।

৪) যারা আরও ভারী ডিজাইনের মধ্যে একটু রয়াল লুকের কঙ্কন খুঁজছেন এরকম একটা ডিজাইন ট্রাই করে দেখতে পারেন।২ লক্ষ্য টাকার মধ্যে এই ধরনের একটা কালেকশন আপনারা বানিয়ে নিতে পারবেন।

৫) অনেকটা কাটার ডিজাইন এর উপর কলকার নকশা করে এই কঙ্কন টা তৈরি করা হয়েছে। এটাও কিন্তু ব্রাইডাল কালেকশন হিসেবে একেবারে আদর্শ ডিজাইন। ১,৬৯,০০০ টাকার মধ্যে এই কালেকশন টা পেয়ে যাবেন।

৬) একদম চওড়া ডিজাইনের মধ্যে যারা কঙ্কন নিতে চাইছেন এরকম একটা কালেকশন ট্রাই করতে পারেন। খুব সুন্দর সলিড ফিনিশিং এর উপর এটাকে তৈরি করা হয়েছে। ২,৪৪,০০০ টাকা এই ডিজাইনটার দাম পড়বে।

৭) ঠাসা ওয়ার্ক এর মধ্যে কাটার ডিজাইন করে এই কঙ্কন টা তৈরি করা হয়েছে। ব্রাইডাল কালেকশন হিসেবে এটা কিন্তু খুবই ভালো।২,৬৫,০০০ টাকার মধ্যে এই ধরনের একটা ডিজাইন পেয়ে যাবেন।

৮) পাতার ডিজাইনের ঝিলে কাটা কাজের উপরে এই কঙ্কন টা তৈরি করা হয়েছে। সুন্দর আর নিখুঁত ডিজাইন এটা।১,৮০,০০০ টাকা এই কালেকশনটার আনুমানিক মূল্য।

Leave a Comment