







নিজস্ব প্রতিবেদন: সোনার গয়নার সাথে সাধারণ মানুষের এক প্রকার আত্মিক যোগাযোগ রয়েছে। ঠিক এই কারণেই যে কোন অনুষ্ঠানে বা বিয়ের দিন সবার প্রথমেই মানুষ কিন্তু গহনা কিনতে ছুটে যান। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই এখন সোনা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে হয়ে গিয়েছে। আজ আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে নেব লেটেস্ট ডিজাইনের বেশ কয়েকটি শাখা বাধানোর কালেকশন। বিবাহিতা মহিলারা যারা সম্প্রতি সোনার কারুকার্য করা শাখা কেনার কথা ভাবছেন এই ডিজাইনগুলো ট্রাই করে দেখতে পারেন।
১) প্রতিবেদনের শুরুতে একটি ময়ূর শাখা বাধানোর ডিজাইন আপনাদের সাথে শেয়ার করে নেব। অত্যন্ত চওড়া ডিজাইনের উপর বিভিন্ন ধরনের নকশার পাশাপাশি ময়ূরের কাজ করে এটাকে তৈরি করা হয়েছে। প্রায় ৬০০০০ টাকার কাছাকাছি এই কালেকশন টার দাম পড়বে।




২) ভরাট ডিজাইনের মধ্যে একটা ফ্লাওয়ারের কাজ করা মুখ শাখার ডিজাইন আপনাদের দেখাবো। শাখাটির অল ওভার বডিতে রয়েছে সরু পাতের কাজ। ৮০ হাজার টাকার কাছাকাছি এই কালেকশন টার দাম পড়বে।
৩)ব্রাইডাল কালেকশন হিসেবে যদি ময়ূর শাখা নিতে চান তাহলে অবশ্যই এই ডিজাইনটা ট্রাই করে দেখতে পারেন। কারণ এটাতে অত্যন্ত ভরাট ময়ূরের ডিজাইন করা রয়েছে। ৭৫ হাজার টাকার কাছাকাছি এটার দাম পড়বে।




৪) এবার একটা সরু পাতের মধ্যে ডিজাইনের শাখা আপনাকে দেখাতে চলেছি। এই ধরনের ডিজাইন আপনারা কিন্তু রেগুলার ইউজের জন্য ট্রাই করতে পারেন। ৪০ হাজার টাকার কাছাকাছি দাম পড়বে।
৫) এবার ময়ুর ডিজাইনের আরো একটি শাখা আপনাদের দেখাতে চলেছি যেটার উপরে পেখমের জায়গাতে মিনাকারি কাজ রয়েছে। ৮০ হাজার টাকায় এই কালেকশনটা আপনারা তৈরি করে নিতে পারবেন।











