







নিজস্ব প্রতিবেদন: সোনার গয়না পরিধান করতে কম বেশি সকলেই অত্যন্ত পছন্দ করে থাকেন। কিন্তু বিগত বেশ কিছু সময় ধরে যেভাবে আন্তর্জাতিক বাজারে এবং দেশের বাজারে সোনার দাম বেড়ে চলেছে তাতে আর কিছুদিন পর এই ধাতুর সাধারণ মানুষের ধরাছোঁয়ার মধ্যে কোনভাবেই থাকবে কিনা তাতে সন্দেহ রয়েছে। এমনিতেই কিন্তু এখন থেকেই মানুষ খুব একটা সোনার গয়না কিনতে পারেন না। তবে বিয়ের সিজন অথবা অকেশন থাকলে মানুষের সেই পুরনো আবেগ ফিরে চলে আসে হলুদ ধাতুর প্রতি।
আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পাঠক বন্ধুদের উদ্দেশ্যে গিফট পারপাস বা রেগুলার ইউজের জন্য কিছু সুন্দর ব্রেসলেটের কালেকশন শেয়ার করে নিতে চলেছি। সম্প্রতি গিফট আইটেমস নিয়ে সোনা কেনার কথা চিন্তা ভাবনা করছেন তারা অবশ্যই প্রতিবেদনটি মনোযোগ সহকারে করতে পারেন। একদম হালকা ওজন এবং কম দামের মধ্যে প্রতিটা ব্রেসলেট এখানে দেখানো হয়েছে।




১) প্রতিবেদনের শুরুতেই হার্ট শেপের উপর স্টোন বসানো একটা ব্রেসলেট আপনাদের দেখাতে চলেছি। গিফট হিসেবে দেওয়ার জন্য এটা একটা আদর্শ কালেকশন যার দাম পড়বে ৩০০০ টাকা।
২) কলকার নকশায় স্টোন আর গ্লসি ফিনিশিংয়ের কম্বিনেশনে এই ব্রেসলেট টা তৈরি করা হয়েছে। এটারও দাম পড়বে মাত্র ৩ হাজার টাকা।
৩) একেবারে ওভাল সেপের সিম্পল ডিজাইনের মধ্যে অল্টারনেটিভ কাজ করে এই ব্রেসলেট টা তৈরি করা হয়েছে। ৩২০০ টাকা এই কালেকশন টার দাম পড়বে।




৪) বল ডিজাইনের উপরে রোজ গোল্ড করে এই ডিজাইন টা তৈরি করা হয়েছে। যে কোন অকেশনে এ ধরনের ব্রেসলেট পরতে পারেন।
৫) হার্ট শেপের উপরে স্টোন স্টার্টেড আরও একটা ডিজাইন আপনাদের দেখাতে চলেছি। আনুমানিক মূল্য দাঁড়াবে ৩০০০ টাকা।
৬) এবার যে ডিজাইনটা আপনাদের দেখাতে চলেছি সেটার উপরে খুব সুন্দর করে গ্লসি ফিনিশিং দিয়ে একটা কাজ করা হয়েছে।এটাও উপহার হিসেবে দিতে পারবেন যার দাম পড়বে ৩০০০ টাকা।




৭) একেবারে সিম্পল ডিজাইনের বলের মধ্যে রোজ গোল্ড করে এই ব্রেসলেটটা তৈরি করা হয়েছে। মাত্র ৩২০০ টাকায় এই কালেকশনটা পেয়ে যাবেন।
৮) একটু হেভি লুকের মধ্যে ব্রেসলেট নিতে চাইলে ড্রপের কাজ করা এই ডিজাইনটা ট্রাই করে দেখতে পারেন। ৩৬০০ টাকার মধ্যে কালেকশন টা খুব সহজেই সংগ্রহ করে নেয়া যাবে।




৯) ফ্ল্যাট ডিজাইনের কাজ করা এরকম একটা ব্রেসলেটও আপনারা ট্রাই করে দেখতে পারেন। ৪০০০ টাকার কাছাকাছি এই কালেকশন টার দাম পড়বে।
১০) চেনের ডিজাইনে রিং এর কাজ করা আরো একটা ব্রেসলেট আপনাদের দেখাচ্ছি। যেকোনো অকেশানে কিন্তু এটা গিফট হিসেবে দেওয়া যাবে আবার রেগুলার ইউজের জন্যও ব্যবহার করা যাবে। দাম পড়বে ৪২০০ টাকা।




১১) অনেকটা বাচ্চাদের নুপুরের মতন ডিজাইন করে এই ব্রেসলেট টা তৈরি করা হয়েছে। ভীষণ সুন্দর আর ইউনিক কালেকশন যার দাম পড়বে ৪৫০০ টাকা।
১২) অনেকটা ঘড়ির ডিজাইনে এই ব্রেসলেট টা তৈরি করা হয়েছে। এই হলো আমাদের প্রতিবেদনের সর্বশেষ কালেকশন যার দাম পড়বে ৪৫৫০ টাকা।











